এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : করোনা মহামারীর সময় কেন্দ্র সরকারের পাঠানো বিনামূল্যের রেশন সামগ্রী দূর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা ‘বালু’ ওরফে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । শুক্রবার ধৃত মন্ত্রীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল । বিচারক তাকে ১০ দিনের জন্য ইডির হেফাজতে নির্দেশ দেন । আর নির্দেশ শোনার পরই তিনি এজলাসের মধ্যে মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যান । তাঁকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন যে মন্ত্রীর রক্ত শর্করা বেড়েছে । আজ শনিবার জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা হয় । সব ঠিকঠাকই আছে বলে খবর । সব পরীক্ষার রিপোর্টই নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর । কিন্তু এজলাসের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য চিকিৎসকরা মন্ত্রীকে এখন ‘হেড আপ টিল্ট টেবিল টেস্ট’ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে ।
রেশন দুর্নীতি কাণ্ডে আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান । বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ করতে গিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসূত্র খুঁজে পায় ইডি । বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয়ের সল্টলেকের দু’টি বাড়িতে হানা দিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ প্রায় ২১ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় । পাশাপাশি চলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা । কিন্তু অভিযোগ যে মন্ত্রী রেশন দূর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করছিলেন না । সেই কারনে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি । কিন্তু আদালতে তুলতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁকে আদালতের নির্দেশে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় । সেখানেই মন্ত্রীর চিকিৎসা চলছে । তবে জ্যোতিপ্রিয় মল্লিক কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনো স্পষ্ট নয় ।।
ফাইল ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।