এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : রেশন দূর্নীতি মামলায় বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আদালতে যাওয়ার পথে এর আগে ধৃত মন্ত্রী চিৎকার করে বলেছিলেন-‘মমতা ব্যানার্জি সব জানতো’, অভিষেক ব্যানার্জি সব জানতো’৷ কিন্তু রেশন দূর্নীতি মামলার তদন্তে নেমে পিলে চমকানোর মত তথ্য জানতে পারছে ইডি । ইডি জানতে পেরেছে খোদ জ্যোতিপ্রিয় মল্লিক নিজের ঘনিষ্ঠদের শেখাতেন কিভাবে কালো টাকাকে সাদা করতে হয় !
ইডি সূত্রের খবর,তবে রেশন দূর্নীতি মামলার মূল মাস্টার মাইন্ড হল জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবসায়ী বাকিবুর রহমান । রেশন সামগ্রী পাচারের জন্য রাজ্য জুড়ে চালকল মালিকদের রীতিমতো একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল বাকিবুর । ইতিমধ্যেই বাকিবুর ঘনিষ্ঠ একাধিক চালকল মালিকদের জিজ্ঞাসাবাদ করে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ইডি । তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই তাদের কালো টাকা সাদা করার উপায় বাতলে দিতেন । ইডি সূত্রের খবর,জেরায় এক চালকল মালিক জানিয়েছেন যে তিনি মন্ত্রীর কথায় মন্ত্রীর পরিচারকের নামে নগদ ৫০ লক্ষ টাকা বেশ কিছু সম্পত্তি দানপত্র করেছিলেন । তবে এভাবে ঠিক কত পরিমান নগদ টাকা ও সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিক করে রেখেছিলেন তা এখনো স্পষ্ট নয় ।
তবে শুধু রেশন কেলেঙ্কারিই নয়, সোমবার আদালতে জমা দেওয়া রিমান্ড কপিতে ধান কেনা থেকে চাল বণ্টন নিয়ে বড়সড় কেলেঙ্কারির কথা জানায় ইডি । ইডি জানিয়েছে তাদের হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে এই ধান কেনা নিয়ে দুর্নীতি সম্পর্কে আরও স্পষ্ট হওয়া গেছে । আদালতে ইডির দেওয়া তথ্য অনুযায়ী,রেশন দুর্নীতিতে বাঁকুড়ার একটি ভুয়ো সংস্থায় ১৬ কোটি টাকা সরানো হয় ! ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয়পাত্র ‘বালু’ যেভাবে দূর্নীতির জালে আষ্টেপৃষ্টে ফেঁসে গেছেন তাতে তার মুক্তি পাওয়ার আশু সম্ভাবনা নেই বললেই চলে ।।