দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ ফেব্রুয়ারী : বাসে যাত্রী সেজে উঠেছিল মহিলাদের কেপমারি চক্রের একটি দল । ওই বাসেই ছিলেন স্থানীয় একটি চালকলের মালিক । তাঁর হাতের ব্যাগে ছিল লক্ষাধিক টাকা । মহিলারা এসে ওই ব্যক্তির গা ঘেঁষে দাঁড়ায় । তারপর ব্যাগ কেটে সব টাকা বের করে নিয়ে মাঝ রাস্তায় নেমে পড়ে ‘লেডি গ্যাং’টি ৷ শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় দুই মহিলা কেপমার । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আয়েষা রায় ও এসবেরিয়া বেদি । বছর ত্রিশের ধৃত দুই মহিলার বাড়ি বীরভূম জেলার আমোদপুর থানার সাহানিপুরে । তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ । তাই চুরি যাওয়া টাকা উদ্ধারের পাশাপাশি চক্রের বাকিদের হদিশ পেতে এদিন ধৃতদের বর্ধমান আদালতে তুলে পুলিশ তাঁদের ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
পুলিশ সুত্রে জানা গেছে,অভিযোগকারী চালকল মালিকের নাম অরূপ ভট্টাচার্য । তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের সেহারাবাজারে । ভাতারের নর্জায় একটি চালকল রয়েছে তাঁর । বুধবার সন্ধ্যা ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন অরূপবাবু । অভিযোগে তিনি জানিয়েছেন, ওই দিন দুপুরে তিনি ব্যাবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আনতে বর্ধমান শহরে গিয়েছিলেন । মোট ২ লক্ষ ৪১ হাজার ২৩০ টাকা সেদিন সংগ্রহ হয়েছিল । একটি হাত ব্যাগে রাখা ছিল সেই টাকা । তারপর তিনি বাসে চড়ে মিলে ফিরছিলেন । বাসটি দেওয়ানদিঘি স্টপে দাঁড়াতেই কয়েকজন মহিলা শিশুসন্তান কোলে ওই বাসে ওঠে । মহিলারা তাঁর গা ঘেঁষে দাঁড়ায় । বাস ভিড়ে ঠাসা থাকার কারনে তিনি অন্যত্র সরতে পারেননি । ফলে গাদাগাদি করেই তিনি যেতে বাধ্য হন । ইতিমধ্যে মহিলার দলটি মাঝ রাস্তায় নেমে পড়ে । ভিড় একটু খালি হতেই তিনি দেখেন তাঁর হাত ব্যাগের নিচের দিকের কিছুটা অংশ ধারালো কিছু দিয়ে কাটা । ব্যাগে টাকা নেই ।
জানা গেছে,কেপমারির শিকার হয়েছেন বুঝতে পেরে অরূপবাবু নর্জায় না নেমে ওই বাসে চড়ে সোজা ভাতার থানায় চলে আসেন । তারপর পুলিশকে সমস্ত ঘটনার কথা জানান । এদিকে অভিযোগ পেতেই ভাতার থেকে দেওয়ানদিঘি মুখে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে তল্লাশি চালাতে শুরু করে ভাতার থানার পুলিশের একটি দল । শেষ পর্যন্ত কর্জনার কাছে ধরা পড়ে যায় আয়েষা রায় নামে এক মহিলা । তাঁকে জেরা করে পুলিশ এসবেরিয়া বেদির নাম জানতে পারে । ঘটনার দিন রাতেই তাঁকে বীরভূমের আমাদপুর থেকে পাকড়াও করে আনে পুলিশ । পুলিশের অনুমান,বেশ কিছুদিন ধরেই অরূপ ভট্টাচার্যের গতিবিধির উপর নজর রাখছিল ওই দলটি । শেষে বুধবার তাঁরা পরিকল্পনা মাফিক বাসে উঠে অপারেশন চালায় । স্থানীয় বাসিন্দাদের দাবি,দীর্ঘদিন ধরেই ভাতার এলাকায় সক্রিয় রয়েছে ওই ‘লেডি গ্যাং’ । বহু মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা,মোবাইল থেকে শুরু করে গহনা পর্যন্ত হাত সাফাই করেছে ।।