এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩১ অক্টোবর : আগামী ৬ মাসের মধ্যে সামরিক শাসন জারি হতে পারে পাকিস্তানে । এমনই আশঙ্কার কথা শুনিয়েছে বিচারপতি তথা লেখক কাটজু । পাকিস্তানের সাপ্তাহিক পত্রিকা দ্য ফ্রাইডে টাইমস- এ একটি প্রতিবেদনে তাঁর আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে । লেখক বলেছেন,ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে ঐক্য, স্বচ্ছতা কথা বলে ক্ষমতায় এসেছিলেন । কিন্তু অর্থনৈতিক অস্থিতিশীলতার কারনে ২০২২ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল । ফলে তাঁকে ক্ষমতা থেকে উৎখাত করা হয় । কিন্তু শাহবাজ শরীফ আসার পরেও অবস্থা বদলায়নি ।সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া । মানুষ এখনও ভোগ্যপণ্যের উচ্চ মূল্যের সম্মুখীন হচ্ছে । এদিকে পাকিস্থানের কয়েকটি প্রদেশে সাম্প্রতিক বন্যায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে । ফলে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ মানুষ । প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভিক্ষার ঝুলি নিয়ে সাহায্যের জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন । এদিকে বর্তমান বর্তমান মহাজোট সরকারকে চেপে ধরছে ইমরান খানের দল । কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি পাকিস্থানে । এই পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানের সেনা ক্ষমতা ছিনিয়ে নিতে পারে । আর সেটা ৬ থেকে এক বছরের মধ্যেই হবে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।।