এইদিন ওয়েবডেস্ক,দিনাজপুর(বাংলাদেশ),১৯ ফেব্রুয়ারী : ফের এক হিন্দুকে নৃশংসভাবে খুন করল বাংলাদেশের ইসলামি জঙ্গিরা । এবারে দিনাজপুর জেলার পার্বতীপুর-ফুলবাড়ী রেলওয়ের হলিদবাড়ী রেলগেট এলাকায় ভরত চন্দ্র রায় (৫০) নামে এল ব্যক্তির হাত-পা বেঁধে রেললাইনের উপর ফেলে রাখা যাওয়া হয় । পরে ট্রেন এলে চাকায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । ঘটনাটিকে রাজনৈতিক হিংসা বলে অবিহিত করে লঘু করা হচ্ছে । বলা হচ্ছে যে মৃত ভরত চন্দ্র রায় আওয়ামী লীগ দলের সঙ্গে নাকি যুক্ত ছিলেন ।
নিহত ভরত চন্দ্র পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। তার দুই হাত নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দাবি করা হচ্ছে । স্থানীয়দের সন্দেহ, তাকে হত্যা করে অথবা জীবিত অবস্থাতেই হাত বেঁধে রেললাইনে ফেলে রাখা হয়েছিল। পরে ঢাকা থেকে পার্বতীপুরগামী কোনো এক ট্রেন তার ওপর দিয়ে চলে গেলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভরত চন্দ্র পার্বতীপুর রেলওয়ের খালাসি পদে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। সোমবার সন্ধ্যার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলওয়ে গেটসংলগ্ন এলাকায় তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বিচ্ছিন্ন মাথা ও হাতে প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা মৃতদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ছেলে রিপন চন্দ্র বলেন,’আমার বাবা রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন। গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। সন্ধ্যার পর বাড়িতে না আসায় কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আজ সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করি।’ পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান, রেলওয়ে লাইনে ট্রেনে কাটা পড়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার দুই হাত বাঁধা ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।।
Militants tied Hindu man’s hands and feet and threw him on railway tracks in Dinajpur, Bangladesh, killing him