এইদিন ওয়েবডেস্ক,নাইরোবি,০১ ফেব্রুয়ারী : সোমবার সোমালিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ায় একটি মিনিবাসে সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে । মান্দেরা(Mandera) শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ১৪ আসনের ওই বাসটিকে লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড ছোড়ে বলে খবর । পুলিশের মুখপাত্র ব্রুনো শিওসো (Bruno Shioso) বলেন,’হামলায় ৬ জন বাসযাত্রী নিহত হয়েছেন । বেশ দুষ্কৃতিদের ধরতে নিরাপত্তা অভিযান চলছে।’ তবে এই হামলায় কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি বলে তিনি জানান ।
পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে,ঘটনার সময় জেনারেল সার্ভিস ইউনিট প্যাট্রোল দল কাছাকাছি টহল দিচ্ছিল । সেই সময় বাসের উপর হামলার ঘটনাটি ঘটে যায় । প্যাট্রোল দলটি পালটা প্রতিরোধ করলে সোমালি সীমান্তের দিকে পালিয়ে যায় জঙ্গিদের দলটি । হামলাকারীরা বন্দুক এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছিল বলে জানিয়েছেন ব্রুনো শিওসো ।।