এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ সেপ্টেম্বর : ভিন রাজ্যে সাপের কামড়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের । মৃতের নাম সেখ মাহাবুল(৩৫) । তার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের নাগরাই গ্রামে । আজ বৃহস্পতিবার মৃত শ্রমিকের কফিনবন্দী দেহ অ্যাম্বুলেন্সে বাড়ি পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ।
জানা গেছে, মৃত সেখ মাহাবুলের বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন নাবালক ছেলেমেয়ে । পরিবারের অন্ন সংস্থানের জন্য রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । গত ৩০ সেপ্টেম্বর রাতে ঘুমিয়ে থাকার সময় বিষধর সাপ কামড়ালে সঙ্গীসাথীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । আজ মৃত শ্রমিকের কফিনবন্দী নিথর দেহ আনা হয় বাড়িতে । এদিকে ৫ জনের সংসার কিভাবে চালাবেন তা ভেবে অতান্তরে পড়েছেন মৃতের স্ত্রী । গ্রামবাসীরা মৃত শ্রমিকের অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে ।।