এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ জুন : মাস তিনেক ধরে বেতন মেলেনি । এমনকি ডিম,জ্বালানি কাঠসহ মিডডে মিলের সামগ্রী কেনার টাকা পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ । শেষে ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষকদের তালবন্দী করে রাখলেন মিডডে মিলের কর্মীরা । শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠ স্কুলে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে । শেষে স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে তালা খুলে দেওয়া হয় ।
ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠ স্কুলের মিডডে মিলের কর্মী স্বপন কুম্ভকার বলেন, ‘ফেব্রুয়ারী মাস থেকে মিডডে মিলের খরচ খরচার টাকা আর আমাদের বেতন পাইনি । বিডিও অফিস থেকে বলা হচ্ছে আমাদের টাকা নাকি পাঠানো হয়েছে । প্রধান শিক্ষককে বলার জন্য আমাদের বলা হচ্ছে । কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও টাকা পাচ্ছি না । এদিকে শব্জি,কাঠের দোকানে প্রচুর ধার হয়ে গেছে । তারা প্রতিদিন টাকার জন্য তাগাদা করছে । ফলে আমরা এখন চরম বিপাকে পড়ে গেছি ।’
জানা গেছে,এদিন স্কুলের মিডডে মিলের কর্মীরা সমবেত হয়ে স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান । ফলে স্কুলের মধ্যে আটকে পড়েন শিক্ষকরা । যদিও কিছুক্ষণ পরে তালা খুলে দেওয়া হয় । অভিযোগ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক ব্যসদেব চক্রবর্তী বলেন, ‘আমি ৩১ মে স্কুলের দায়িত্বে এসেছি । তাই কিছু টেকনিক্যাল বিষয়ের কারনে একটু দেরি হচ্ছে । আশা করছি সোমবার ওনারা টাকা পেয়ে যাবেন ।’ পাশাপাশি তিনি বলেন, ‘হিসাবে বেশ কিছু গড়মিল ধরা পড়েছে । কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে । বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে ।।