পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : বাজারে ডিমের দাম ৮ টাকা পিস । কিন্তু সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা । প্রতিদিন জ্বালানি খরচ কমপক্ষে ৫০ টাকা হলেও সরকারি বরাদ্দ মাত্র ১৯ থেকে ২৩ টাকা । এমনকি শব্জি বাবদ বরাদ্দও অত্যন্ত কম । এদিকে সরকারি মেনু কার্ড অনুযায়ী মিডডে মিল দেওয়ার জন্য চাপ সৃষ্টি হচ্ছে দপ্তর থেকে । আর চাকরি বাঁচাতে যে স্বল্প সাম্মানিক পান তা থেকে ভর্তুকি দিয়ে সেন্টারের মিডডে মিলের খরচ চালাতে হচ্ছে বলে অভিযোগ । এই অভিযোগ তুলে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা-১ নম্বর প্রজেক্টের সমস্ত সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীরা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন ।
জানা গেছে,কালনা-১ নম্বর ব্লক ও কালনা পৌরসভা মিলে মোট সেন্টার আছে ৩৮৮ টি । তার মধ্যে ৮৫ শতাংশ সেন্টারে সহায়িকা নেই । রান্না করা, পরিবেশন করা,বাসন মাজা, বাচ্ছার ওজন পরীক্ষা, পড়ানো প্রভৃতি সমস্ত কাজের দায়িত্ব বর্তায় অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর । তার উপর মিডডে মিলের সরকারি বরাদ্দ বছরের পর বছর ধরে বৃদ্ধি না হওয়ায় যে স্বল্প সাম্মানিক অঙ্গনওয়াড়ি কর্মীরা পান তা থেকে ভর্তুকি দিয়ে সেন্টার চালাতে হয় বলে অভিযোগ । সরকারের বিরুদ্ধে রীতিমতো “শোষণ” করা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ কালনার নিভুজি মোরে জমায়েত হয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান ৩৮৮ টি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা । ঘটনাস্থলে আসে পুলিশ । শেষ পর্যন্ত কালনা ১ নম্বর ব্লক সিডিপিও আলোচনার প্রস্তাব দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।
আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী জবা ব্যানার্জি বলেন,’বাজারে প্রতি পিস ডিমের দাম ৮ টাকা করে । কিন্তু ডিমের জন্য আমাদের দেওয়া হয় মাত্র ৬.৫০ টাকা করে । শব্জির জন্যও বরাদ্দ খুব কম । এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে বিগত সরকারের আমল থেকে জ্বালানির জন্য বরাদ্দ সেই একই রেখে দেওয়া হয়েছে । সেন্টারের বেনিফিসিয়ারি ৫০ এর উপর হলে জ্বালানি বাবদ দেওয়া হয় মাত্র ১৯ টাকা । এক থেকে ৩০ অব্দি হলে ১৮ টাকা । ৭০ এর উপর হলে ২১ টাকা ৷ ৮০ এর উপর হলে ২৩ টাকা বরাদ্দ করা হয় । শুধু তাইই নয়, ৮০ এর উপরে ২০০-৪০০ বেনিফিসিয়ারি হলেও বরাদ্দ সেই একই থাকে ৷ তাহলে আমরা কোথা থেকে এই খরচ জোটাবো ?’ তার অভিযোগ, ‘১৯৯৮ সাল থেকে জ্বালানির বরাদ্দ বৃদ্ধির জন্য দরবার করে আসছি আমরা । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তাই আমরা চাই আইসিডিএস-এর পুরো ব্যবস্থার পরিবর্তন করা হোক।’
তবে, সিডিপিও আন্দোলকারী অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিনিধিদলকে আলোচনার জন্য ডেকে পাঠালেও কোনো প্রকার সমাধান সূত্র বের হয়নি বলে জানা গেছে । বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি সিডিপিও । তবে কালনা মহাকমা শাসক অহিংসা জৈন বলেছেন,’সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের একটা সমস্যা তৈরি হয়েছে। যদিও এই সমস্যা শুধু কালনার নয়, গোটা রাজ্য জুড়ে। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’।

