জ্যোতি প্রকাশ মুখার্জি,দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ জানুয়ারী : মিডডে মিল ও স্কুলের স্বচ্ছতা মিশনের টাকা আত্মসাতের অভিযোগ তুলে পোস্টার সাঁটানো হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেলাড়ি হাইস্কুলের দেওয়ালে । পোস্টারে লেখা রয়েছে, ‘বেলাড়ি হাইস্কুলে ছাত্রছাত্রীদের মিডডে মিলের খাবার না দিয়ে মাসে মাসে ৫০০০ টাকা চুরি করা হয় কেন প্রধানশিক্ষক জবাব দাও । কেন্দ্রীয় টিম আসছে । মিডডে মিলের চুরি ধরা পড়বে। স্কুলের কমিটি ও প্রধানশিক্ষক জেল খাটবে ।’ আরও কয়েকটি পোষ্টারে লেখা রয়েছে,’বেলাড়ি হাইস্কুল পরিষ্কার করার জন্য ৫০ হাজার টাকা এসেছিল। কিন্তু স্কুল পরিষ্কার না করে সমস্ত টাকা তুলে নিয়েছে কমিটি ও হেডমাস্টারমশাই । চুরি করা হল কেন প্রধানশিক্ষক জবাব দাও ।’
বুধবার সকালে স্কুল খুলতেই ওই সমস্ত পোস্টার নজরে পড়লে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ এসে ওইসব পোষ্টার ছিড়ে দিয়ে চলে যায়।
এই বিষয়ে স্কুলের প্রধানশিক্ষক আশিষ কোনার প্রথমে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন । তিনি সাংবাদিকদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার পর্যন্ত করেন বলে অভিযোগ । যদিও পরে তিন বলেন,’স্কুলের উন্নয়ন দেখে অনেকের সহ্য হচ্ছে না । সেই কারনে স্কুল কর্তৃপক্ষকে কলুষিত করার চেষ্টা করছে কেউ কেউ ।’ তিনি সাংবাদিকদের বিরুদ্ধে কারোর দ্বারা প্ররোচিত হওয়ারও অভিযোগ তোলেন । প্রধান শিক্ষকের কথায়,’স্কুলে দূর্নীতি হলে উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখুক ।’
দেখুন ভিডিও :-
তবে নবম শ্রেণীর এক পড়ুয়ার অভিযোগ, দীর্ঘ ৫ বছর মাংস রান্না হয়নি স্কুলের মিডডে মিলে । প্রতিদিন বাঁধা কপি,ফুলকপির তরকারী আর পাতলা ডাল দেওয়া হয় বলে অভিযোগ তার । জনৈক ছাত্রীর মা প্রতিমা রায় স্কুলের মিডডে মিল ও পোশাকের মাপ নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে সরব হন । তাঁর আরও অভিযোগ, ‘এই সমস্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষকের কাছে নালিশ জানাতে গেলে তিনি আমাদের হুমকি পর্যন্ত দেন ।’।