এইদিন ওয়েবডেস্ক,মুম্বই,২৮ ডিসেম্বর : আজ শনিবার সকালে মুম্বইয়ের কান্দিভালি এলাকায় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোথারে-এর গাড়ির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। দুর্ঘটনায় অভিনেত্রী ছাড়াও তার চালকও আহত হয়েছেন বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অভিনেত্রী উর্মিলা কোঠারে শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। সমতা নগর থানার এক আধিকারিক জানিয়েছেন, মধ্যরাতের পরে কান্দিভালি পূর্ব এলাকায় পোয়সার মেট্রো স্টেশনের নীচে একটি মেট্রো ট্রেনে কর্মরত দুই শ্রমিককে ধাক্কা দেয় অভিনেত্রী কোথারের গাড়ি । দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর শ্রমিক গুরুতর আহত হয়েছেন ।
এই ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী ও তার গাড়িচালক। তবে সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান তারা । চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে কাজ করা শ্রমিকদের ধাক্কা দেয়। এ ব্যাপারে পুলিশ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিনেত্রী উর্মিলা কোঠারে মারাঠিতে “দুনিয়াদারি” এবং হিন্দিতে “থ্যাঙ্ক গড” সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।।