এইদিন ওয়েবডেস্ক,দোহা,০১ এপ্রিল : আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ । আর এটিই লিওনেল আন্দ্রেস মেসির (Lionel Andrés Messi) সর্বশেষ বিশ্বকাপ হতে চলেছে । তাই আর্জেন্টিনার ভক্তরা এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চাইছেন । স্বভাবতই অনান্য ম্যাচের থেকে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশী ।
মাসখানেক আগে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে । আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর । ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফিফা জানিয়েছে, সর্বশেষ রাউন্ডে ২ কোটি ৩৫ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে বেশিরভাগই গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচের । গ্রুপ পর্ব ছাড়াও ফাইনাল-সেমিফাইনাল ম্যাচের টিকিটেরও প্রচুর চাহিদা রয়েছে । ফিফা বলছে, ফাইনালের বাইরে যে ম্যাচগুলোর টিকিটের আগ্রহ সবচেয়ে বেশি তার প্রথম চারটির মধ্যে তিনটিই আর্জেন্টিনার ম্যাচের । ম্যাচগুলি হল আর্জেন্টিনা বনাম মেক্সিকো, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, আর্জেন্টিনা বনাম পোল্যান্ড । তবে এর বাইরে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ ঘিরেও ফুটবল প্রেমীদের উৎসাহ চোখে পড়ছে ।
তবে এবারে টিকিটের বিষয়ে কিছু নিয়ম করেছে ফিফা । মোট টিকিটের থেকে আবেদন বেশি হলে লটারি করা হবে । লটারির ফল জানানো হবে আগামী ৩১ মে থেকে । আর যেসব টিকিট বিক্রি হবে না সেগুলির ক্ষেত্রে যে দর্শক আগে আবেদন করবেন তাকেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা ।।