হিজাব পরা এক তরুনীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তরুনীর সঙ্গে স্যান্ডো গেঞ্জি পরা এক যুবককে দেখা গেছে । তরুনীকে বলতে শোনা যায়,”মেরা বার্গার ভি তু, মেরা পিৎজা ভি তু” । এরপর প্রেমিকের গাল টিপে তিনি বলেন, “অর মেরা মুসলমান ভাইয়ো কি হনেবালা জিজা ভি তু” । তরুনকে বলতে শোনা যায়,”অর মেরা শালো ক্যায়সে হো ? মির্চি তো নেহি লাগি ?” এরপর জুটি ডান হাত মুঠো করে উপরে তুলে বলেন, “জয় শ্রীরাম” । ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে । নেটিজেনদের বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে । যদিও ওই তরুন-তরুনীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি ।
সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অভয় প্রতাপ সিং ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন । কেউ কেউ এক্স “গ্রোক” (grok)-এর কাছে ভিডিওটির সত্যতা জানতে চেয়েছেন । কেউ কমেন্ট সেকশনে “জয় শ্রীরাম” লিখেছেন । এছাড়াও বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন ।
সারজা ইন্ডিয়ান নামে একজন ব্যবহারকারী লিখেছেন,’তানা তানি, আজকাল তারা মুসলমানদের বদনাম করার জন্য যেকোনো কিছু করে, আমার মনে হয় খুব শীঘ্রই এই লোকেরা খৎনাও করাতে পারে, যেমন নাথুরাম ঘোডসে মুসলমানদের বদনাম করার জন্য করেছিলেন।’
কাশিম রাজা কুরেশি লিখেছেন,’এই দুজন ভাইবোন হবে। ১০০% নিশ্চিত, কেন কেউ তাদের ধর্মের সমালোচনা করবে, তা সে হিন্দু হোক বা মুসলিম?তারা অবিশ্বাসের এতটাই নীচে নেমে গেছে যে তারা তাদের নিজের বোনকে মুসলিম মেয়ে বলার পর স্ত্রী বলে ডাকে। লজ্জা!’
সিবিন রাজন লিখেছেন,’এটাও হতে পারে যে এই মেয়েটি হিন্দু। পোশাক দেখে কেউ কীভাবে বলতে পারে যে কে কোন ধর্মের? এই মানুষের শুধু লক্ষ্য সাম্প্রদায়িকতার আগুন পুনরুজ্জীবিত করা ।’
সাদ্দাম খানের প্রতিক্রিয়া,’আমরা কীভাবে একজন ব্যক্তির নাম বা পোশাক দেখে মেনে নিতে পারি যে সে মুসলিম? জন্মগতভাবে কেউ মুসলিম হয় না।’
ইন্ডিয়া কি পরিবার লিখেছেন,’আর তুমি এই ভিডিওটি সত্যিই খুব করেছো। তুমি বোকা, এখন যদি কোন মুসলিম এটা করে, তাহলে তোমার মত বোকারা কাঁদতে শুরু করবে।’ গত ২৭ অক্টোবর ভিডিওটি পোস্ট করার পর এযাবৎ ২৩.৩ কে ভিউ হয়েছে৷ পাশাপাশি অনান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘুরছে একই ভিডিওটি ।।

