শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১৮ মার্চ : আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মেমোরি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম গঙ্গাধর কর্মকার(৫২) । বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনোরি গ্রামে । মেমারি থানার কানাইডাঙ্গায় এন এইচ-২ সড়কের পাশে একটা ধাবার কাছ থেকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ ।ধৃতের কাছ থেকে একটি লাইসেন্স বিহীন দেশি ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে,বিহারের মুঙ্গেরের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ধৃত ব্যক্তি ও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কিনেছিল এবং সেটি অন্য কোথাও বিক্রির পরিকল্পনা করেছিল। আজ মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে,ধৃতকে জেরা করে এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা চলছে ।।