গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিহত কংগ্রেস নেতা তুহিন সামন্তর স্মৃতিতে স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করল শাসকদল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার কাটোয়া-২ ব্লকের চাণ্ডুলী গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব-বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা ও রাধানাথ ভট্টাচার্য প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন নিহত কংগ্রেস নেতার বাবা শরদিন্দু সামন্ত,নিহত নেতার স্ত্রী তথা কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, ছেলে ত্রিদিব সামন্ত । এদিন সকলে নিহত কংগ্রেস নেতার পূর্ণাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।
কাটোয়ার নন্দীগ্রামের বাড়ি কংগ্রেস নেতা তুহিন সামন্তর । তিনি মুর্শিদাবাদ জেলার কান্দিতে বিমলচন্দ্র আইন কলেজের আংশিক সময়ের অধ্যাপক ছিলেন । ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারী চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে ঘিরে কংগ্রেস ও সি পি এমের মধ্যে গণ্ডগোলের বাধে । সেই সময় তাঁকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল কাটোয়া থানার তৎকালীন ও সি দেবজ্যোতি সাহার দিকে । সিপিএমের প্ররোচনাতেই তিনি এই কাজ করেছিলেন বলে অভিযোগ তুলেছিল মৃতের পরিবারের লোকজন ও তৎকালীন কংগ্রেস নেতৃত্ব ।এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল । তারপর থেকে প্রতিবছরই এই দিনে চাণ্ডুলী গ্রামে তুহিন সামন্তর স্মরণ সভার আয়োজন করা হয়ে আসছে । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও এযাবৎ তা অব্যাহত রয়েছে ।
এদিন মৃত কংগ্রেস নেতা তুহিন সামন্তের ১৫ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা, বাইক র্যালি,পদযাত্রার আয়োজন করা হয় । পাশাপাশি চলে রক্তদান শিবির । চাণ্ডুলী প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে আয়োজিত ওই শিবিরে ৫২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে ।।
দেখুন ভিডিও :