শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৬ নভেম্বর : মন্তেশ্বর হাসপাতালের বিএমওএইচকে স্মারকলিপি দিল রুরাল মেডিকেল প্র্যাক্টিশনারর্স অ্যাসোসিয়েশন (আরএমপিএ) । মঙ্গলবার সংগঠনের বেশ কিছু সদস্য ব্লক স্বাস্থ্য এসে জড়ো হন । সম্প্রতি সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে এদিন তাঁরা কিছুক্ষণের জন্য বিক্ষোভও দেখান । পরে আরএমপিএ’র রাজ্য কমিটির তরফ থেকে বিভিন্ন দাবিতে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
প্রসঙ্গত,গত সপ্তাহে সিআইডি দফতর থেকে অভিযোগ পেয়ে তরুন মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । তাঁর বিরুদ্ধে অভিযোগ,কোনও স্বীকৃত ডিগ্রি ছাড়াই তিনি কালনার লিচুতলা এলাকায় চেম্বার খুলে দাঁতসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন । এছাড়াও বিজ্ঞাপন দিয়ে নেশাগ্রস্তদের নেশা ছাড়ানোর চিকিৎসাও করছিলেন তিনি । এদিকে তরুনবাবুর দাঁতের ডাক্তারি করার বিষয়টি নিয়ে বর্ধমান ডেন্টাল অ্যাসোসিয়েশন সরব হয় । রাজ্যের সিআইডি দফতরেও অভিযোগ পৌছায় । এরপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তরুণবাবুর চেম্বারে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে । বাজেয়াপ্ত করা হয় তাঁর ছাপানো প্রেসক্রিপশন প্যাডসহ দাঁতের চিকিৎসায় ব্যবহৃত বহু চিকিৎসা সরঞ্জাম ।
রুরাল মেডিকেল প্র্যাক্টিশনারর্স অ্যাসোসিয়েশনের মন্তেশ্বর ব্লক কমিটির সম্পাদক আতিউর রহমান, সদস্য শিবসাধন কার্ফারা বলেন,’বর্তমানে আমাদের উপর প্রশাসনের খাঁড়া ঝুলছে ৷ কালনা,হুগলি প্রভৃতি এলাকায় একের পর এক দন্ত চিকিৎসক গ্রেফতার হওয়ায় আমরা চরম আতঙ্কের মধ্যে আছি । তরুন মজুমদারের চিকিৎসা সঠিকই ছিল । এলাকার মানুষের স্বার্থে উনি দিনরাত চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন । কিন্তু উনি যেহেতু গ্রামের চিকিৎসক তাই প্রশাসনের তরফ থেকে ওনাকে গ্রেফতার করা হল । তারই প্রতিবাদে এদিন আমরা বিএমওএইচ সাহেবের কাছে স্মারকলিপি জমা দিলাম ।’ সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়,তাঁরা যাতে নির্ভয়ে চিকিৎসা পরিষেবা চালিয়ে যেতে পারেন তার ব্যাবস্থা করতে হবে । এছাড়া সরকারিভাবে যথাযথ প্রশিক্ষণের ব্যাবস্থার পাশাপাশি গ্রামীন চিকিৎসকের মর্যাদা দেওয়ার দাবিও তোলা হয় সংগঠনের তরফ থেকে ।।