শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৯ ডিসেম্বর : রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ মহিলার মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে । আজ রবিবার বিকেল ৫ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে মেমারী স্টেশনের-২ নম্বর প্লাটফর্মের কাছে । মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভূঁইয়া ও পাখি ভূঁইয়া । মৃতদের বাড়ি বাঁকুড়া জেলার কাতারা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা তারা মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে,বাঁকুড়া জেলার কাতারা এলাকার বাসিন্দা ৬ জনের একটা দল আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল । বাঁকুড়া থেকে মশাগ্রাম নেমে সেখান থেকে মেমারী আসে তারা । মেমারি থেকে ট্রেন ধরে খন্নান যাওয়ার কথা ছিল তাদের । ট্রেন ধরতে দলটি রেললাইন টপকে প্লাটফর্মের দিকে যাচ্ছিল । সেই সময় বর্ধমানগামী একটা থ্রুট্রেন মেমারী স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঢুকছিল । কিন্তু চারজন রেললাইন টপকে যেতে সক্ষম হলেও ওই ২ মহিলা পেরতে পারেননি । ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । সোমবার দেহদুটির ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।।