প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ মে : করোনা কালে কালোবাজারির জন্যে অক্সিজেন ভর্তি সিলিন্ডার মজুত করা হয়েছিল রান্নার গ্যাসের গোডাউনে। গোপন সূত্রে সেই খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ রবিবার পাহাড়হাটি এলাকার ওই গোডাউনে হানা দেয় । সেখান থেকে উদ্ধার হয় ১০ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার ।অক্সিজেন সিলিন্ডার মজুত করা সংক্রান্ত কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ গোডাউন মালিক দীপঙ্কর দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
পাহাড়হাটিতে অভিযান শেষ করেই মেমারি থানার পুলিশ এদিন মেমারি শহরের এক ব্যক্তির ডেরায় হানা দেয় । সেখান থেকেও উদ্ধার হয় অক্সিজেন ভর্তি একটি সিলিন্ডার ।ওই ব্যক্তি কেন অক্সিজেন ভর্তি সিলিন্ডার মজুত করেছিল সেই বিষয়েও পুলিশ খোঁজ খবর চালাচ্ছে।পুলিশি অভিযানে অবৈধ মজুতদারদের কাছ থেকে একদিনে ১১ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার হওয়ার কথা জেনে স্তম্ভিত মেমারির বাসিন্দারা ।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ)আমিনুল ইসলাম খান জানিয়েছেন ,”গোপন সূত্রে খবর পেয়ে এদিন মেমারি থানার পুলিশ মেমারির পাহাড়হাটি ও মেমারি শহরে অভিযান চালিয়ে মোট ১১ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করেছে । অবৈধ ভাবে রান্নার গ্যাসের গোডাউনে অক্সিজেন ভর্তি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে গোডাউন মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কালোবাজারির উদ্দেশ্যেই এইসব অক্সিজেন সিলিন্ডার গুলি মজুত করা হয়েছিল । এসডিপিও জানিয়েছেন,এমন অভিযান চলবে ।এদিন উদ্ধার হওয়া অক্সিজেন ভর্তি সিলিন্ডার গুলি কোভিডের চিকিৎসার জন্যে স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে ।’।