এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২২ জুন : ইরান- ইসরায়েল যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী । এবারে সোনিয়ার সুরে সুর মিলিয়েছেন জম্মু-কাশ্মীরের পিডিপি দলের সুপ্রিমো মেহেবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি । তিনি মনে করছেন যে ভারত সরকারের উচিত খোলাখুলি ভাবে ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়ানো । আজ রবিবার সংবাদ সংস্থা এনআইএকে ইলতিজা মুফতি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) নীরব । কিন্তু ভারত সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ইরানও ফিলিস্তিনি জনগণের পক্ষে। আমেরিকা ইরানে আক্রমণ করেছে, এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু, আরও দুঃখজনক বিষয় হল ভারতও সেই অবস্থান নিচ্ছে না যা সর্বোপরি ইরান ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানো উচিত ।’
পহেলগাম সন্ত্রাসী হামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বন্ধ পর্যটন স্বাভাবিক করতে কেন্দ্র সরকারের কাছে আহ্বান
পিডিপি নেত্রী ইলতিজা মুফতি কেন্দ্রীয় সরকারের কাছে পহেলগাম সন্ত্রাসী হামলার অপরাধীদের গ্রেপ্তারের আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে পহেলগামে পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় জম্মু ও কাশ্মীরের অর্থনীতি “পঙ্গু” হয়ে গেছে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুফতি বলেন,’পহেলগামে যা ঘটেছে… তা সম্পূর্ণ নিন্দনীয়, এটি একটি জঘন্য আক্রমণ… পহেলগামে পর্যটন বন্ধ হয়ে গেছে, জম্মু ও কাশ্মীরের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে… যেহেতু পর্যটন আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তাই আমি সরকারের কাছে আবেদন করছি যারা এই হামলা চালিয়েছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা হোক এবং এখানকার জনগণের সাথে আস্থা তৈরির কিছু ব্যবস্থা নেওয়া হোক।’
তাছাড়া, পিডিপি নেত্রী রবিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) নীরবতায় হতাশা প্রকাশ করেছেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্রের নীরবতার সমালোচনা করে বলেন, ইরান ফিলিস্তিনি জনগণের পক্ষে ।’।

