এইদিন ওয়েবডেস্ক,মেঘালয়,২৫ জুলাই : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার(Conrad Sangma) অফিসে হামলার ঘটনা ঘটেছে । সোমবার রাতে উন্মত্ত জনতার হামলার পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন । হামলার সময় মুখ্যমন্ত্রী তার অফিসেই ছিলেন । তবে তিনি আহত হননি বলে জানা গেছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,সোমবার রাতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী শীতকালীন রাজধানী তুরাতে অনশনরত গারো-পাহাড় ভিত্তিক আন্দোলনকারী সংগঠনগুলির সাথে আলোচনায় বসেছিলেন । তখনই কার্যালয়ে চড়াও হয়ে ঘেরাও করে রাখে একদল জনতা,বন্ধ হয়ে যায় দপ্তরের প্রবেশ ও প্রস্থানের রাস্তা । অবরোধকারীরা পাথর ছুড়তে শুরু করলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে । জনতার ছোড়া পাথরে ৫ পুলিশ সদস্য আহত হয় । পুলিশ রাতেই ঘটনাস্থলে কারফিউ জারি করেছে ।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা হামলার নিন্দা করেছেন । তিনি হামলায় আহত পুলিশ সদস্যদের জন্য ৫০,০০০ টাকা করে সহায়তা এবং সরকারি ভাবে চিকিৎসার খরচ বহন করার কথা ঘোষণা করেছেন ।।