এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ ফেব্রুয়ারী : লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে যোগদান করলেন রাজ্যের কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগজি । তিনি ছাড়াও কংগ্রেসের আরো দুই নেতা বিজিবিতে যোগদান করলেন । তারা হলেন প্রদেশ কংগ্রেসের গ্রিভ্যান্স সেলের প্রাক্তন চেয়ারম্যান শংকর ব্যানার্জি এবং কংগ্রেস নেতা তথা বিগত লোকসভায় বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থী সিদ্ধার্থ মজুমদার । এই তিন কংগ্রেস নেতা গেরুয়া শিবিরের নাম লিখিয়েছেন কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে বিজেপির সদর কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
শুভেন্দু অধিকারী কৌস্তুভ বাগজির ভুয়সী প্রশংসা করে বলেন,তিনজন নেতাই খুবই অভিজ্ঞ । বিশেষ করে কৌস্তুভ বাগজি বিগত দু’আড়াই বছরে যে সমস্ত জলন্ত ইসুগুলো হয়েছে, তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে নিজের বক্তব্য রেখেছেন । শুধু বক্তব্য রাখাই নয়, কোথাও কোথাও তিনি স্বশরীরে এলাকাতেও গেছেন । এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেফতারও হতে হয়েছে,জামিনও পেয়েছেন এবং তাকে অনেক আইনি লড়াই লড়তে হয়েছে তাঁকে ।’
তিনি আরও বলেন,’এরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন । কোন পূর্ব শর্ত দেননি । যেটা একুশ এর আগে যোগদানের সময় অনেকেই পার্থীপদ বা সরকার এলে আরো কিছু পাব, এই শর্তে বা এই আশায় এসেছিলেন । কিন্তু এনারা কোন প্রকার পূর্ব শর্ত রাজ্য সভাপতি, অবজার্ভার, ইনচার্জ বা আমাদের কাউকে দেননি।’ পাশাপাশি আগামীর লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি আসন জয়ের লক্ষ্য মাত্রা স্থির করে দিলেন শুভেন্দু অধিকারী ।।