এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়া,০৩ জুন : ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে সারলেন অস্ট্রেলিয়ান-আমেরিকান মিডিয়া টাইকুন রুপার্ট মারডকন ৷ বিয়ে করলেন ৬৭ বছর বয়স্ক রাশিয়ান জীববিজ্ঞানী এলেনা জুকোভাকে । শনিবার ক্যালিফোর্নিয়ার মোরাগা ভিনিয়ার্ড এস্টেটে আয়োজিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান ৷ চলতি বছরের মার্চেই এলেনা জুকোভার সঙ্গে বাগদান সেরে ফেলেন বৃদ্ধ রুপার্ট মারডক । তখনই ঘোষণা দিয়েছিলেন জুনেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে করবেন । এর আগে এলেনার সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেন রুপার্ট। রুপার্ট পঞ্চমবার বিয়ে করলেও এলেনা জুকোভার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রাক্তন স্বামী রুশ বিলিয়নেওয়ার আলেক্সান্ডার জুকোভ। তার একটি মেয়েও রয়েছে ।
এলেনা জুকোভা রুপার্ট মারডকের পঞ্চম স্ত্রী হলেও তার সঙ্গে বাগদানটি ছিল ছয় নম্বরের। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের এপ্রিলে তার পঞ্চম বাগদত্তা সান ফ্রান্সিসকোর প্রাক্তন পুলিশ চ্যাপলেইন অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিয়ে ভেঙে যায় মারডকের। বিয়ে ভেঙে যাওয়ার দুই সপ্তাহের মাথায় এলেনা জুকোভার প্রেমে পড়ার খবর ফাঁস হয় । আর এলেনার সঙ্গে তার দেখাও হয়েছে প্রাক্তন স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের বাসায় একটি পার্টিতে। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন মারডক ও এলেনা দুজনই।
ওয়েন্ডি ডেং ছাড়াও মারডকের অন্য প্রাক্তন স্ত্রীরা হচ্ছেন, অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং মার্কিন অভিনেত্রী জেরি হল। সব মিলে মারডকের ছয় সন্তান রয়েছে।
অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক বর্তমানে নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান ইমেরিটাস। তিনি ছিলেন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান এবং টাইমসের মালিক। গত বছর ফক্স ও নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মারডক। এছাড়াও নিউ ইয়র্ক পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি মার্কিন প্রকাশনার মালিক ছিলেন মারডক, যে কারণে তাকে বলা হয় মার্কিন মিডিয়া মোগল।।