এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : ভাগীরথীতে ভেসে আসা কচুরি পানা জড়িয়ে যান্ত্রিক গোলযোগ দেখা দিল একটি যাত্রীবাহী মোটরচালিত নৌকায় । যদিও নৌকার মাঝি ও জেটিতে থাকা লোকজনের তৎপরতায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় । বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ভাগিরথীতে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ফেরিঘাটে আসেন পরিবহন বিভাগের পরিদর্শক সুরজিৎ বারিক । তিনি জানিয়েছেন, নদীতে কচুরিপানা না কমা পর্যন্ত নৌকা চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে ইজারাদারকে । তবে জরুরি পরিসেবার ক্ষেত্রে খুবই সতর্কতা মেনে নৌকা চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
লাগাতার বর্ষার বৃষ্টিপাত ও ব্যারেজ থেকে জল ছাড়ার কারনে ভেসে গেছে বিভিন্ন এলাকার খাল, বিল,পুকুরগুলি । ফলে ওই সমস্ত জায়গার কচুরি পানা এসে মিশছে ভাগিরথীতে । বিগত কয়েকদিন ধরে কাটোয়ায় ভাগীরথীর ফেরিঘাটগুলিতে ঝাঁকে ঝাঁকে কচুরিপানা ভেসে আসতে দেখা যাচ্ছে । ফলে মোটরচালিত নৌকাগুলির মোটরের ফ্যানে পানা জড়িয়ে বিপদের আশঙ্কা করছিলেন ফেরিঘাটগুলির ইজারাদার ও স্থানীয় বাসিন্দারা । আর সেই আশঙ্কা সত্যি প্রমানিত হল এদিন । জানা গেছে,এদিন দুপুরে বল্লভপাড়া ফেরিঘাট থেকে কাটোয়ার দিকে আসছিল মোটরচালিত যাত্রীবাহী একটি নৌকা । তখন নৌকায় প্রায় ৫০ -৫২ জন যাত্রী ছিলেন । কাটোয়া ঘাটের কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি ।
জানা গেছে, ঘাট থেকে বেশ কিছুটা দুরে ওই নৌকার মোটরের মধ্যে কচুরিপানা জড়িয়ে যায় । ফলে বন্ধ হয়ে যায় মেশিন । এরপর নৌকাটি স্রোতের টানে ভাসতে শুরু করে । এই দেখে নৌকার মাঝিরা প্রথমে চিৎকার করে ঘাটের জেটিতে থাকা লোকজনের দৃষ্টি আকর্ষণ করেন । পাশাপাশি নৌকায় থাকা দড়ি ছুড়ে দেয় জেটির দিকে । এরপর জেটিতে থাকা লোকজন দড়িটি জেটিতে বেঁধে দেন । তারপর দড়ি টেনে নৌকাটি ঘাটে নিয়ে আসেন । শেষে হাঁফ ছেড়ে বাঁচেন নৌকায় থাকা আতঙ্কিত যাত্রীরা ও নদীর পাড়ের লোকজন ।।