এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৬ এপ্রিল : উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার মহুয়াদিহ গ্রামে গুলাম ওয়ারিস নামে এক মৌলবীর বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,গুলাম ওয়ারিস স্থানীয় একটি মসজিদে কাজ করে । নির্যাতিতা কিশোরীর বাড়ি মসজিদের ঠিক পাশেই । ঘটনার দিন বাড়িতে একাই ছিল মেয়েটি । সেই সূযোগে ওই মৌলবী বাড়িতে ঢুকে মেয়েটির শ্লীলতাহানি করে । মেয়েটি চিৎকার করে উঠলে চম্পট দেয় গুনধর মৌলবী । মেয়েটির পরিবার পরে পুলিশে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত মৌলবীকে গ্রেফতার করে পুলিশ ।
জানা গেছে,মহুয়াদিহ গ্রামের বাসিন্দা নির্যাতিতা কিশোরীর বাবা-মা খেতমজুরের কাজ করেন । অন্যদিকে গুলাম ওয়ারিসের বাড়ি ভুলওয়ারিয়া গ্রামে । কিশোরীর বাড়ির পাশে একটি মসজিদে সম্প্রতি কাজে লাগে ওয়ারিস । তারপর থেকেই সে ওই কিশোরীর উপর কুনজর দিচ্ছিল বলে অভিযোগ । পুলিশ গত সপ্তাহে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত মৌলবীকে অবশেষে ১৩ এপ্রিল গ্রেফতার করে জেলে পাঠানো হয় ।।