এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ মার্চ : ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির মেয়ে আয়রার হোলির দিন রঙ মাখার ছবি দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি । শামির স্ত্রী হাসিন জাহান মেয়ের রঙ মাখা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন । আর সেই ছবি দেখে শনিবার (১৫ মার্চ) একটি ভিডিও প্রকাশ করে শাহাবুদ্দিন রাজভি বলেছেন যে এই সবকিছুই শরিয়া বিরোধী এবং শিশুদের কাছে ব্যাখ্যা করা উচিত।
ভিডিওতে মাওলানা শাহাবুদ্দিন বলেছেন,’শামিকে আগেও সতর্ক করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও, তার মেয়ের হোলি খেলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। শামির মেয়ের হোলি খেলা শরিয়াবিরোধী এবং অবৈধ। সে একটা ছোট মেয়ে, যদি সে কোনও কিছু না বুঝে হোলি খেলে, তাহলে সেটা অপরাধ নয়। কিন্তু যদি সে সব জেনেও যদি হোলি খেলে তবে তা শরিয়ত বিরোধী বলে বিবেচিত হবে।’ তিনি শামি সহ পরিবারের সকল সদস্যের কাছে আবেদন করেছেন যে, তাদের সন্তানদের এমন কিছু করতে দেবেন না যা শরিয়তে অনুমোদিত নয়। হোলি হিন্দুদের একটি বড় উৎসব, কিন্তু মুসলমানদের রঙ খেলা এড়িয়ে চলা উচিত। কারণ শরীয়ত জানা সত্ত্বেও যদি কেউ হোলি খেলে, তাহলে তা পাপ।’
উল্লেখ্য, আগেও ইসলামিক মৌলবাদী মাওলানা শাহাবুদ্দিন রাজভি, মোহাম্মদ শামির মেয়ে আয়রাকে অনলাইনে ট্রোল করেছেন। হাসিন জাহানের পোস্টে জনৈক এক ব্যবহারকারী আয়রার পক্ষে লিখেছেন, ‘তুমি কি আমাকে জুমার নামাজ পড়তে বাধ্য করেছো নাকি হোলি খেলতে বলেছো?’ কেউ একজন এই পোস্টে ছুরি-বন্দুকের ইমোজি লাগিয়েছেন এবং ইসলাম শিক্ষা না দেওয়ার জন্য হাসিন জাহানকে নির্লজ্জ এবং অজ্ঞ বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় মাঠে জুস পান করার অপরাধে মোহাম্মদ শামির উপরও চরম রেগে গিয়েছিল মাওলানা শাহাবুদ্দিন রাজাভি । এর পর, ইসলামী মৌলবাদীরা একে একে শামির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে৷ রোজা ভঙ্গ করায় শামিকে দোষী ঘোষণা করেন শাহাবুদ্দিন রাজভী । মাওলানা বলেছিলেন,’ইসলাম রোজা রাখাকে বাধ্যতামূলক ঘোষণা করেছে। রোজা সবার জন্য ফরজ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে সে গুনাহগার। ক্রিকেটার মোহাম্মদ শামিও একই কাজ করেছিলেন।’ তবে পরে রাজাভি ভিডিওতে মাওলানা শাহাবুদ্দিন টিম ইন্ডিয়াকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানান । তিনি পরামর্শ দিয়েছিলেন, মোহাম্মদ শামির যেসব রোজা মিস হয়ে গেছে এবং তিনি তা রাখতে পারেননি, সেগুলো রমজান শরীফের পরে রাখা উচিত।’।