শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভা এলাকায় ব্যাপক হকার উচ্ছেদ অভিযান চলে । বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাস্তার পাশে ফুটপাতের দোকানঘরগুলি । পুরসভার এই উচ্ছেদ অভিযানের ফলে ৩০ থেকে ৪০ টি পরিবার কার্যত পথে বসে গেছে । তাদের পুনর্বাসনের জন্য পুরসভার তরফে কোন আশ্বাসও মেলেনি বলে অভিযোগ । এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,মেমারি পুরসভা এলাকার টেলিফোন এক্সচেঞ্জ-এর কাছে রাস্তার দু’পাশের ফুটপাটে বেশ কিছু দোকানপাট ছিল । কেউ কেউ বিগত কুড়ি থেকে ত্রিশ বছর ধরে শব্জি,মাছ বা অনান্য ব্যাবসা চালাচ্ছিলেন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দ্বারা ফুটপাতের জবরদখল উচ্ছেদের নির্দেশের পর মেমারি পুরসভা স্থানীয় পুলিশ প্রশাসনদের নিয়ে একটি বৈঠক ডাকে । তারপর পুরসভার তরফে ব্যবসায়ীদের ১৭ জুলাইয়ের মধ্যে দোকানপাট তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । অধিকাংশ ব্যবসায়ীরা যে যার মালপত্র নিজের নিজের বাড়িতে চলেও নিয়ে যান । আজ সকালে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ব্যবসায়ীদের দোকানের ছাউনিগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে যায় পুরসভা কর্তৃপক্ষ ।
ওই এলাকায় সবজির ব্যবসা করতেন বছর ৬০-এর বৃদ্ধা সাগরিকা পোড়েল । তিনি বলেন,আজ আমাদের সব দোকানপাট ভেঙ্গে দিয়েছে । আমরা খাবো কি ? কোথায় যাব আমরা ? আমাদের জন্য কোন একটা ব্যবস্থা করে দিতে হবে পুরসভাকে । আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। আমাদের পেটের ভাত মেরে দিল । পুরসভাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে । তা না হলে পরিবার নিয়ে আমরা করবো কি ?’ যদিও পুরসভার তরফ থেকে ব্যবসায়ীদের পুনর্বাসনে বা ক্ষতিপূরণের কোন আশ্বাস দেওয়া হয়নি । ফলে রোজগার হারিয়ে পরিবার নিয়ে অতান্তরে পড়েছে ওই সমস্ত ব্যবসায়ীরা ।।