এইদিন ওয়েবডেস্ক,জম্মু,১০ আগস্ট : আজ রবিবার জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার ডুল (Dul in Kishtwar) এলাকায় সন্ত্রাসবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে । সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস টুইট করেছে,’১০ আগস্ট ২০২৫ তারিখের ভোরে কিশতওয়ারের দুল এলাকায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করার সময় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ স্থাপন করে । গুলি বিনিময় হয়। অভিযান চলছে।’
জানা গেছে,আজ ভোরে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী পাহাড়ি জেলার ডুল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । তখন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে, লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়, যার ফলে বন্দুকযুদ্ধ শুরু হয় । অন্তত দুইজন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে ।।