এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১৯ জানুয়ারী : প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার ৫ নম্বর সেক্টরে আগুন লেগেছে। বলা হচ্ছে যে তাঁবুতে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যে ২০-২৫ টি তাঁবু পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে দমকলের ছয়টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। শাস্ত্রী সেতু ও রেল সেতুর মাঝামাঝি এলাকায় আগুন লাগে । কিন্তু আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং পুলিশ এবং এনডিআরএফের দলগুলি আগুন নিয়ন্ত্রণে আশেপাশের এলাকাগুলি খালি কর দেয় । তাঁবুতে রাখা সিলিন্ডারগুলো একের পর এক বিস্ফোরিত হওয়ায় আগুন আরও তীব্র হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর গোটা কুম্ভ মেলায় বিশৃঙ্খলা দেখা দেয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। সেক্টর ৫ থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯ এবং ২০ সেক্টরে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের তাঁবুগুলোকেও গ্রাস করে।।