এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১০ মে : বুধবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে জামিয়া মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এদিন সকাল ৮.১৫ নাগাদ মসজিদের নিচের তলা থেকে আগুনের সূত্রপাত । ক্রমে উপর তলাতেও আগুন ছড়িয়ে পড়ে । ভস্মীভূত হয়ে যায় মসজিদের দুটি তলা । খবর পেয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগ, পুলিশ কর্মকর্তারা এবং ত্রালের প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসে । আগুনে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ত্রালের মাদ্রাসা তালিমুল ইসলাম ট্রাস্ট (এমটিআই)-এর চেয়ারম্যান নাজির আহমেদ ।
পুলওয়ামা জেলার সোপিয়ানের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের সহকারী পরিচালক মুইন-উল-ইসলাম বলেছেন,ইতিমধ্যেই আমাদের পর্যাপ্ত সংখ্যক লোক ও মেশিন ঘটনাস্থলে গিয়েছে,তারা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ক্ষতির পরিমাণ রোধ করেছে । হতাহতের কোন রিপোর্ট নেই । তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন ।।