এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৫ ফেব্রুয়ারী : ইউক্রেনে কার্যত ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে । যুদ্ধের প্রথম দিনেই মৃত্যু হয়েছে ১৩৭ জনের । বৃহস্পতিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাশিয়ার হামলায় ৫৭ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিকসহ মোট ১৩৭ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন ১৬৯ জন । এর বাইরে বহু সাধারণ মানুষের হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । শুক্রবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, কিয়েভের হোস্টোমেল বিমানবন্দরের (Hostomel Airport) নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়ান বাহিনী ।
বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনী উত্তর ইউক্রেনের প্রিপিয়াত শহরের কাছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে । রুশ পার্লামেন্ট টুইট করে এই তথ্য জানিয়েছে । ট্যুইটে বলা হয়েছে,চেরনোবিল রাশিয়ান সৈন্যদের দখলে ছিল। চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হল রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে । হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দাবি করেছেন,চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের বন্ধক করে রেখে দিয়েছে রাশিয়া । বিষয়টি ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করে তিনি আটকে রাখা কর্মীদের মুক্তির জন্য আবেদন জানিয়েছেন ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ইতিমধ্যেই ৬০ টিরও বেশি যুদ্ধ কৌশলগত দলকে সীমান্তের ওপারে সরিয়ে দিয়েছে। প্রতিটি দলে রয়েছে প্রায় ৭০০-৯০০ সৈন্য । ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে একটি পোস্টে
বলেছেন রাশিয়ান সৈন্যরা “ইউক্রেনের বিরুদ্ধে পুরো মাত্রার আগ্রাসন” শুরু করছে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন মোকাবেলায় পূর্ণ সামরিক সংহতির(full military mobilisation) নির্দেশ দিয়েছেন । বৃহস্পতিবার জারি করা এক ডিক্রিতে তিনি বলেছেন, এই সংহতি ৯০ দিন স্থায়ী হবে । সেই সঙ্গে তিনি সেনাবাহিনীতে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন । যে কারণে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক ।
এদিকে জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন । বাইডেন বলেছেন, ‘পুতিন আগ্রাসী । পুতিন এই যুদ্ধ বেছে নিয়েছেন । আসলে উনি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন ।’ তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনে আমেরিকান বাহিনী পাঠানোর বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি । তিনি শুধু বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধ।’ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ বলেছেন,’রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে একা করে দেওয়া হয়েছে ।’।