এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ আগস্ট : মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জের বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরে হরষপুর রেলস্টেশন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে ঢুকে চলে দেদার লুটপাট । শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে ।
জানা যায়, দুপুরের দিকে হঠাৎ করে অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত হরষপুর রেলস্টেশন এলাকায় হামলা চালায়। হামলাকারীরা ২০ থেকে ৩০টি দোকানপাট লুটপাট করে এবং স্থানীয়দের উপর অতর্কিত হামলা চালায়। এতে শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে শিয়ালুরী গ্রামের রাজু আহমেদ এবং সুলতানপুর গ্রামের জামাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, হামলাকারীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বাসিন্দারাও ছিলেন। স্থানীয় ধর্মনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, মসজিদ বিরোধকে কেন্দ্র করে বিজয়নগর থেকে আসা একদল লোক হরষপুর বাজারের কমপক্ষে ৩০ থেকে ৪০টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। তিনি বলেন, নিরস্ত্র মানুষের ওপর এই হামলা নজিরবিহীন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশকে হস্তক্ষেপ করতে বাধ্য করা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।