এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ আগস্ট : বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয় । ঠিক তার পর পরই বাইরে থেকে লরি করে প্রচুর দুষ্কৃতী দল সেখানে হামলা চালায় । ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা । ভাঙচুর করা হয় হাসপাতালের বিভিন্ন বিভাগেও । সেই সমস্ত অনেক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । চিকিৎসকরা আতঙ্কে যে যেখানে পেরেছে সেখানে লুকিয়ে বসেছিল । এমনই একটি চিকিৎসকের দল গোপন জায়গায় লুকিয়ে থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে এক আতঙ্কিত চিকিৎসক বলেছেন,’আমরা আরজি কর হাসপাতালেরে চিকিৎসক । একজন চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদের শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আজ রাতে মহিলাদেরকে মিছিল ছিল । আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকদের মিছিল করে শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল । সে সময় বাইরে প্রচুর জনতা জড়ো হয়ে গিয়েছিল । পুলিশ তাদের আটকাতে পারেনি । হামলাকারীরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছিল । আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাই । হামলাকারীরা যাকে কাছে পাচ্ছিল তাকেই মারছিল । রোগীর লোকজনদের সবাইকে মারতে শুরু করে । চিকিৎসকদের ব্যাপক আঘাত লেগেছে । আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ি । বর্তমানে আমরা একটা জায়গায় লুকিয়ে আছি । মহিলা চিকিৎসকদের উপরে ওরা হামলা করেছে । খবর পাচ্ছি যে বাইরে থেকে আরো তিন থেকে চার হাজার লোক আসছে। হামলাকারীরা আমাদের মঞ্চ,চেয়ার, ফ্যান সবকিছু ভেঙে দিয়েছে । আমরা শুনতে পাচ্ছি ওরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে গেছে এবং ভাঙচুর করছে । মেয়েদের হোস্টেলেও ঢুকে গেছে । ছেলেদের হোস্টেলে ঢুকেছে । গোটা এমার্জেন্সি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়েছে । পুলিশ একেবারে ব্যর্থ । পুলিশ আমাদের কোন সাহায্যই করছে না। পুলিশ নিজেরাই আগে আগে পালিয়ে যাচ্ছে । পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ ।’ তিনি বলেছেন, ‘আমরা আমাদের কাছে আবেদন জানাচ্ছি যে এই ভিডিওটাকে এবং আমাদের বাঁচান আমরা খুব ভয়ের মধ্যে আছি । তবে আমাদের সর্বশেষ বার্তা হল এই আন্দোলন আমরা চালিয়ে যাব, বন্ধ করবো না । আমরা ফের ফিরে আসবো । আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আপনারা দেখেছেন । একটা মহিলা ডাক্তারের সঙ্গে এই ধরনের ঘটনার পর আমাদের আন্দোলন শুরু হয়েছে । মেয়েদের মিছিল চলাকালীন আমাদের উপর হামলা হল । এর দায়িত্ব কে নেবে ? আমরা এখানে ভয়ে লুকিয়ে আছি ।’
বুধবার রাতে রাতে রাস্তায় নেমে আর জি কর হাসপাতালের তরুনী চিকিৎসকের গনধর্ষণ-খুনের বিচার চাইছিলেন বাংলার মানুষ। শহর, গ্রাম নির্বিশেষে জমায়েত হয় রাজ্যের প্রায় সব জেলায়। কলকাতা শহরের একাধিক রাজপথ অবরুদ্ধ হয়ে যায়। এরই মধ্যে আচমকা আরজি কর মেডিক্যালে শুরু হয় বিশাল জনতার আক্রমণ । বাইরে থেকে প্রচুর লরি করে আর জি করের সামনে দুষ্কৃতীদের জড়ো করা হয় । তারা হাসপাতালে ঢুকে তান্ডব চালাতে শুরু করে । হাসপাতালের ভিতরে লাঠি রড দিয়ে তারা ব্যাপক ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা করে । গোটা হাসপাতালকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে দেয় দুষ্কৃতীরা । এদিকে এই ঘটনার পর পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি এই হামলার দায় বিরোধী দলগুলোর উপর চাপানোর চেষ্টা শুরু করে দিয়েছে । যদিও গতকালই শান্তিপূর্ণ মিছিলে হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।।