এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৬ জানুয়ারী : আসামে লাভ জিহাদের শিকার হল এক মাড়োয়ারি হিন্দু কিশোরী । মেয়েটি ডিব্রুগড় জেলার দুলিয়াজানের (Duliajan) একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের সদস্য । পরিবারটির একটি হার্ডওয়্যারের দোকান আছে । অন্যদিকে অভিযুক্ত জাহিদুল আলী পেশায় রাজমিস্ত্রী । সে বিবাহিত এবং দুই সন্তানের জনক । কিশোরীদের দোকানে তার যাতায়ত ছিল । সেই সুত্রে মেয়েটির সাথে তার পরিচয় । অভিযোগ, জাহিদুল আলী নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটিকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে । তারপর সে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় । পুলিশ কিশোরীকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক জাহিদুল পলাতক । তবে এই ঘটনায় জাহিদুলের দাদা বদিউল জামালসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘আসাম পুলিশ সফলভাবে মেয়েটিকে উদ্ধার করেছে। এটি একটি পালানোর ঘটনা । পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’
অর্গানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে,গত ৩১ শে ডিসেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী । পরের দিন কিশোরীর বাবা দুলিয়াজান থানায় একটি এফআইআর দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ৪ জানুয়ারী মূল অভিযুক্তের দাদা ডিব্রুগড় শহরের বাসিন্দা বদিউল জামালকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে সব ঘটনা ফাঁস করে দেয় । সে পুলিশকে জানায়,তার ভাই জাহিদুল আলী ৩১ ডিসেম্বর দুলিয়াজানে একটি বাস থেকে মেয়েটিকে প্রথমে অপহরণ করে । তারপর সে মেয়েটিকে বনগাঁও জেলার একটি প্রত্যন্ত নদীতীর এলাকায় মামার বাড়িতে মেয়েটিকে নিয়ে গেছে । তিন দিন ধরে সে মেয়েটিকে নিয়ে সেখানেই আছে ।
এদিকে এই তথ্য পেতেই জাহিদুলের মামার বাড়িতে হানা দেয় পুলিশ । সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় । কিন্তু পুলিশ যাওয়ার আগেই চতুর জাহিদুল সেখান থেকে চম্পট দেয় । এই ঘটনায় পুলিশ তার দাদা ছাড়াও আরও দুইজনকে বনগাইগাঁও থেকে গ্রেফতার করছে । পুলিশ জানিয়েছে, মুল অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।।
ছবি ও তথ্য সৌজন্যে অর্গানাইজ উইকলি ।