এইদিন স্পোর্টস নিউজ,০৭ জুলাই : নবম সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বিচারক পরীক্ষায় উত্তীর্ণ হলেন পূর্ব বর্ধমানের ক্যারাটে প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল । গত ২ থেকে ৬ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদাসা ইনডোর স্টেডিয়ামে বিচারক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া স্বীকৃত এশিয়ান ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় আয়োজিত এই পরীক্ষায় ৯টি দেশ থেকে মোট ৭৫ জন অংশগ্রহণ করেন। ভারতের প্রতিনিধিত্ব করেন দেবাশীষবাবু এবং তিনি সফলভাবে উত্তীর্ণ হন ।
বর্ধমান শহরের বাসিন্দা রেনসি দেবাশীষ কুমার মণ্ডল দীর্ঘদিন ধরে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন ।দেবাশীষবাবু বর্ধমানের স্বনামধন্য একজন মার্শাল আর্টিস্ট, বর্তমানে তিনি ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্টের অধিকারী, ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশনের রেফারি, ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের রেফারি কমিশনের সদস্য এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়া উনি উশু ও জুডোতে এনআইএস ডিগ্রির অধিকারী ।
বর্ধমান শহরে রয়েছে তাঁর দুটি প্রশিক্ষণ কেন্দ্র । বিশেষ করে তিনি নারী শ-শক্তিকরণের উপর জোর দেন । স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূরা পর্যন্ত তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে থাকেন । দেবাশীষবাবুর শিক্ষার্থীরা রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে তাদের দক্ষতা প্রদর্শন করেছেন । পূর্ব বর্ধমান জেলায় দেবাশীষবাবুই হলেন একমাত্র এশিয়া মহাদেশীয় স্তরের ক্যারাটে বিচারক, যিনি অতীতে কুমিতে বিভাগের মহাদেশীয় বিচারক ছিলেন । এবার উনি নবম সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপের কাতা বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হলেন ।
আন্তর্জাতিক বিচারক হিসেবে অতীতে কমনওয়েলথ, এশিয়ান ও সাউথ এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন দেবাশীষ মণ্ডল । মধ্য বয়সী ও মার্শাল আর্টিস্ট আজ জেলার তরুন প্রজন্মের অনুপ্রেরণা।।