এইদিন ওয়েবডেস্ক,মালাপ্পুরম,১৫ ডিসেম্বর : গত সপ্তাহে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৪৭ ভোটের ব্যবধানে জয়লাভের উদযাপনের জন্য মালাপ্পুরম জেলায় রবিবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কেরালার ক্ষমতাসীন সিপিআই(এম) । সেই অনুষ্ঠানে সিপিএম নেতা সৈয়দ আলী মজিদের একটি নারীবিদ্বেষী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যা নিয়ে এখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতি ।
ওই অনুষ্ঠানে শত শত বামপন্থী কর্মী, যাদের মধ্যে মহিলারাও উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মাজিদ স্থানীয় সংস্থা নির্বাচনে মহিলা প্রার্থী দেওয়ার জন্য মুসলিম লীগকে নিশানা করে বলেন, ‘দলটি ভোটের জন্য মহিলাদের ব্যবহার করছে। তারা ভোটের জন্য মহিলাদেরকে মঞ্চস্থ করছে…।’ তিনি
বলেন, “….আমাদের বাড়িতেও মহিলারা আছেন। আমরা তাদের বিয়ে করেছি… কিন্তু ভোটের জন্য বা নির্বাচনে জেতার জন্য আমরা তাদের প্রদর্শন করি না। তাদের বাড়িতে থাকতে দিন। যৌন সম্পর্ক স্থাপন এবং সন্তান ধারণের জন্য মহিলাদের বিয়ে করুন।” তিনি আরও বলেছেন, “এই কারণেই পরিবারগুলি ঐতিহ্যগতভাবে বিয়ের আয়োজনের সময় বংশ এবং পটভূমি পরীক্ষা করে দেখে…।”
এদিকে, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আগামী বছরের নির্বাচনের আগে ক্ষমতাসীন সিপিআই(এম) -এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের জন্য একটি ধাক্কা বলে মনে হচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ছয়টি পৌর কর্পোরেশনের মধ্যে চারটিতে জয়লাভ করে, কান্নুরের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং কোচি ও কোল্লাম দখল করে, যেগুলি পূর্বে এলডিএফ-এর দখলে ছিল।বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের নিয়ন্ত্রণ নিয়েছে, যেখান থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেন কংগ্রেস সাংসদ শশী থারুর।।

