দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমাম),১৪ এপ্রিল : পড়াশোনা করতে চেয়েছিল বিবাহিতা কিশোরী । বাবা-মাকে সেকথা শুনিয়েও দিয়েছিল । কিন্তু তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে গৃহত্যাগ করেছিল বছর সতেরোর মেয়েটি । তাকে উদ্ধার করে বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । তবে কিশোরীর সঙ্গে থাকা মুর্শিদাবাদের বাসিন্দা এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে ।
জানা গেছে,কিশোরীর বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর থানার হেতমপুর গ্রামে । তারা দুই বোন । সে বড় । ছোট বোন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে । তাদের বাবা পেশায় রাজমিস্ত্রি । মা গৃহবধু । উদ্ধার হওয়া কিশোরী গতবছর মাধ্যমিক পাশ করেছে । তারপর তাকে আর একাদশ শ্রেণীতে ভর্তি করা হয়নি । মাস খানেক আগে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি এক যুবকের সঙ্গে দেখাশোনা করে তার বিয়ে দেওয়া হয় । কিশোরীর মা বলেন, ‘মেয়ে শ্বশুরবাড়িতে কিছুতেই থাকতে চাইছিল না । বারবার বলছিল সে পড়াশোনা করতে চায় । আবার স্কুলে ভর্তি হবে । কিন্তু আমাদের অত আর্থিক সঙ্গতি নেই । তাই বাধ্য হয়ে বড় মেয়ের পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়েছিলাম । আমরা একথা মেয়েকে বোঝাচ্ছিলাম । কিন্তু মেয়ে পড়াশোনা করার জন্য খুব জিদ করছিল ।’ তিনি জানিয়েছেন, দিনদশেক আগে হেতমপুরে এসেছিল মেয়ে । মঙ্গলবার জামাইও এসেছিল । রাতে খাওয়া দাওয়ার পর যে যার ঘরে ঘুমতে চলে যায় । কিন্তু পরের দিন সকালে দেখা যায় মেয়ে নেই । তার সন্ধানে খোঁজখবর করেও কোনও সন্ধান পাওয়া যায়নি ।
পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার গভীর রাতে কিশোরীর সঙ্গে মুর্শিদাবাদের ওই যুবককে বলগোনা গুসকরা রোড ধরে দেবপুর বাসস্ট্যান্ড থেকে ভাতারের মুখে আসতে দেখে ভাতার থানার টহলদারি ভ্যানের পুলিশকর্মীরা । পুলিশ তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে । তখন ওই কিশোরী জানায়,বাড়ি থেকে পালিয়ে সে প্রথম দূর্গাপুর গিয়েছিল । দুর্গাপুর রেলস্টেশনের কাছে ঘোরাঘুরির সময় মুর্শিদাবাদের ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয় । ওই যুবক জানায় সে রাজমিস্ত্রীর কাজ করে । কর্মসুত্রে সে গুসকরা শহরে থাকে । কিশোরী তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে । তখন যুবক তাকে গুসকরায় তাদের ঠেকে নিয়ে যাওয়ার কথা বলে । রাতে তাকে গুসকরায় নিয়ে আসে যুবক । তারপর তারা সড়ক পথ ধরে হাঁটতে শুরু করে । ওই যুবক মেয়েটিকে কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ । এদিকে মেয়েকে ফিরে পেয়ে ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে কিশোরীর পরিবার ।।