এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,২৬ জুলাই : একই কোম্পানিতে কাজ করার সূত্রে পরিচয় হয় হিন্দু যুবক ও মুসলিম তরুনীর । ক্রমে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । বিয়েও করেন তারা । কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ককে মেনে নেয়নি । শেষ পর্যন্ত দু’জনকে নিমন্ত্রণ করে ডেকে এনে হিন্দু যুবককে মাদক মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে খৎনা করার অভিযোগ উঠেছে তার প্রেমিকার পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় । বিশাল নামে ওই যুবক ও তার স্ত্রী মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার এসএসপির কাছে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । তাদের অভিযোগ বিষয়টি নয়ডার পুলিশ গুরুত্ব না দেওয়ায় তারা বুলন্দশহর এসএসপির দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন । এসএসপি শ্লোক কুমারের জানান, মামলাটি নয়ডা জেলার সাথে সম্পর্কিত। ডিএসপি সেকেন্দ্রাবাদকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । আপাতত প্রেমিক বিশালের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেয়েটি ।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,বুলন্দশহর জেলার গুলাভাথি থানা এলাকায় বাড়ি বিশালের । তিনি নয়ডার ফেজ ২ থানা এলাকায় একটি কোম্পানিতে কাজ করেন । ওই কোম্পানিতেই কাজ করেন ওই মুসলিম তরুনী । সেই সূত্রে দু’জনের পরিচয় থেকে প্রেম হয় । সম্প্রতি তারা বিয়ে করেন । মেয়েটির পরিবারের সদস্যরা তাতে আপত্তি জানায় । এদিকে তরুণী তাদের বোঝানোর চেষ্টা চালাচ্ছিল ।
সংবাদ মাধ্যমের কাছে বিশা বলেন,গত শুক্রবার (২১ জুলাই ২০২৩) আমার স্ত্রীর এক আত্মীয় তাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল । আমরা গিয়েছিলাম সেখানে । সেই সময় আমাকে কিছু খেতে দেওয়া হয় । তা খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি । পরে যখন আমার জ্ঞান ফেরে তখন আমার স্ত্রী জানায় আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে খৎনা করানো হয়েছে ।’ তার আরও অভিযোগ,তাকে ও তার স্ত্রীকে ২ দিন ধরে আটকে রাখা হয় এবং ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা হয় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।।