এইদিন ওয়েবডেস্ক,চণ্ডীগড়,২২ মার্চ : পাঞ্জাবের নওয়ানশহরে (Nawanshahr) স্বাধীনতা সংগ্রামী ভগত সিং-এর পৈতৃক গ্রামে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তাঁর সঙ্গে মন্ত্রীসভায় শপথ নিয়েছিলেন হরপাল সিং চিমা, বলজিৎ কৌর, হরভজন সিং ইটিও, বিজয় সিংলা, লাল চাঁদ কাটারুচাক, গুরমিত সিং মিট হায়ার, কুলদীপ সিং ধালিওয়াল, লালজিৎ সিং ভুল্লর এবং হরজোত সিং বেইনস প্রমুখ বিধায়করা । ভগত সিংয়ের প্রিয় বাসন্তী রঙে সজ্জিত প্যান্ডেলে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বনোয়ারি লাল । আর শপথ নেওয়ার কয়েক দিন পর এদিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করলেন, ২৩ মার্চ ভগত সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুর মৃত্যুবার্ষিকীর দিনটি আগের মতই মর্যাদার সঙ্গে ‘শহীদ দিবস’ পালন করা হবে । সেই সঙ্গে ওই দিনে সরকারিভাবে পাঞ্জাব জুড়ে ছুটি ঘোষণা করেন তিনি । এর আগে ওই দিনে শুধুমাত্র ভগত সিংয়ের পৈতৃক গ্রাম নওয়ানশহরে ছুটি ছিল ।
এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের কথা শুনিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি জানিয়েছেন,মেধার ভিত্তিতে সরকারি দপ্তরে নিয়োগ হবে । সেখানে কোনও বৈষম্য থাকবে না । কোনও সুপারিশ বা কোনও ঘুষ লেনদেন বরদাস্ত করা হবে না । প্রসঙ্গত,শনিবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে পুলিশ বিভাগে ১০ হাজার এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ২৫ হাজার শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এক মাসের মধ্যে ওই সমস্ত চাকরির বিজ্ঞাপন ও বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানিয়েছিলেন । ভগবন্ত মান বলেন, ‘স্বচ্ছ এবং মেধা-ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারী পদে নিয়োগের সিদ্ধান্ত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে ।’
এবারে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং এসএডি-বিএসপির সঙ্গে জোট করেছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) । গত ১০ মার্চ বিধানসভার ফল ঘোষণা হয় । নির্বাচনে ১১৭ টি আসনের মধ্যে ৯২ টিতে জিতেছে এএপি । জয়ী হওয়ার পরে মান বলেছিলেন যে কোনও সরকারী অফিস মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো হবে না । পরিবর্তে সরকারি অফিসের দেওয়ালে লাগানো হবে ভগৎ সিং এবং বিআর আম্বেদকরের ছবি । এছাড়া পাঞ্জাব রাজ্য বিধানসভায় শহীদ ভগত সিং এবং বাবাসাহেব আম্বেদকরের মূর্তি স্থাপনের জন্য মঙ্গলবার বিধানসভায় একটি প্রস্তাবও পাস হয়েছে ।।