এইদিন ওয়েবডেস্ক,নারায়ণপুর(ছত্তিশগড়),১১ ফেব্রুয়ারী : ছত্তিশগড়ে ফের মাথা চাড়া দিচ্ছে মাওবাদীরা । ফের একবার তারা এক বিজেপি নেতাকে টার্গেট করল । শুক্রবার সন্ধ্যা ৮ নাগাদ নারায়ণপুর জেলা বিজেপির সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে খুব কাছ থেকে পরপর দু’রাউন্ড গুলি করে খুন করে দুই মাওবাদী জঙ্গি । বিগত ৫ দিনের মধ্যে এনিয়ে দ্বিতীয় বার কোনো বিজেপি নেতাকে গুলি করে মারলো কথিত কম্যুনিস্ট মাওবাদীরা । এর আগে গত রবিবার বিজাপুর জেলায় বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে পরিবারের সামনে মাওবাদী জঙ্গিরা তাঁকে ছুরি ও কুড়াল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,নারায়ণপুর জেলার ছোট ডোঙ্গার গ্রামে বাড়ি বিজেপির জেলা সহ-সভাপতি সাগর সাহুর । মাওবাদীরা এর আগে সাগর সাহুকে লৌহ আকরিক প্ল্যান্ট স্থাপনে সমর্থন না করার জন্য সতর্ক করেছিল। কিন্তু সাগরবাবু আকরিক প্ল্যান্ট স্থাপনে সমর্থন অব্যাহত রাখেন । আর সেই আক্রোশে শুক্রবার সন্ধ্যায় তিনি যখন নিজের বাড়িতে বসে টিভি দেখছিলেন সেই সময় দুই সশস্ত্র মাওবাদী জঙ্গি বাইকে চড়ে এসে তাঁর বাড়িতে চড়াও হয় । জঙ্গিরা বাড়ির কড়া নাড়তে দরজা খুলে দেন সাগরবাবু । তারপর দুই জঙ্গি জোর করে ঘরে ঢুকে তাঁর মাথা লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে ফের বাইক নিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,আশঙ্কাজনক অবস্থায় বিজেপি নেতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে নারায়ণপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান হত্যাকাণ্ডে একে-৪৭ ব্যবহার করেছিল মাও জঙ্গিরা । পুলিশ জানিয়েছে, নকশালদের ছোট অ্যাকশন দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।।