এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৮ এপ্রিল : ফের মাওবাদী পোস্টার উদ্ধার হল বাঁকুড়া জেলায় । বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার তালডাংরা থানার সাবড়াকোন থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদাবিলার কাছে রাস্তার দুপাশে মোট চারটি পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসী । সাদা কাগজে লাল কালির স্কেচ পেনে লেখা ওই পোস্টারগুলিতে তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামের কিশোরীর উপর হামলা ও মারধরের ঘটনার দ্রুত বিচার চেয়ে প্রশাসন ও আদিবাসীদের সংগঠন মাঝি পারগানার কাছে আবেদন জানানো হয়েছে । লেখাগুলি স্পষ্ট নয় । একটি পোস্টারে লেখা হয়েছে, ‘সাবধান-বিচার চাই-সিপিআই মাওবাদী ।’ অন্য আর একটি পোস্টারে হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘ন্যায় বিচার না হলে ২-x ।’
এর আগে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ও বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল । এই প্রথম জঙ্গলমহলের বাইরে তালডাংরা থানার চাঁদাবিলা এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে । কে বা কারা ওই পোস্টার ছড়িয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।
প্রসঙ্গত,কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাওবাদী প্রভাবিত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় ১৫ দিনের জন্য সতর্কতা জারি করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ । সেই সতর্কতার সময়সীমা শেষ হওয়ার আগে গত মঙ্গলবার ফের নতুন করে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর রাজ্যকে আরো একটি আডভাইসারি দিয়েছে । আর তাতে চার জেলার জঙ্গলমহল এলাকায় নতুন করে সতর্কতা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর ।।