এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,২৫ জানুয়ারী : ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএলএফআই) এক এরিয়া কমান্ডারের । নিহত মাও ওকমান্ডারের নাম বিশাল সাহু ওরফে বিশাল শর্মা । এনকাউন্টারটি রাঁচি জেলার ঠাকুরগাঁও থানার সীমানার অন্তর্গত জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে হয়েছে বলে জানা গেছে । পুলিশ সুত্রে খবর,ওই মাওবাদী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী । যৌথবাহিনী সেখানে পৌঁছতেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে । পালটা গুলিতে মৃত্যু হয় ওই মাওবাদী নেতার । এসপি নওশাদ আলম বলেছেন যে বিশাল ঠাকুরগাঁও, বুডমু এবং অন্যান্য আশেপাশের এলাকায় সক্রিয় ছিল । তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায় করতে তিনি ঠাকুরগাঁওয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নওশাদ আলম ।
পরের দিন অর্থাৎ মঙ্গলবার ওড়িশার নবারংপুরের রায়গড় ব্লকের হাতিগাঁও সংরক্ষিত জঙ্গল এলাকা থেকে সিপিআই-মাওবাদীর একজন হার্ডকোর মহিলা ক্যাডার ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি),জেলা স্বেচ্ছাসেবক বাহিনী (ডিভিএফ) এবং সিআরপিএফ-এর কর্মীদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর একটি যৌথবাহিনী । ডিআইজি দক্ষিণ পশ্চিম রেঞ্জ রাজেশ পণ্ডিত বলেছেন যে ‘গ্রেফতার করা দুই মহিলা মাওবাদীর নাম উঙ্গা মান্ডভি ওরফে অনিতা এবং সমুদ্র বাগ ।’ তিনি আরও জানান, ছত্তিশগড়ের সুকমা জেলার বাসিন্দা উঙ্গা দশ বছর ধরে সংগঠনে সক্রিয় এবং নিষিদ্ধ গোষ্ঠীর নৌপাদা-মইনপুর বিভাগের সদস্য তিনি । ২০২০ সালে এসিএম পদে উন্নীত হন । অন্যদিকে সমুদ্র বাগ ওডিশার নৌপাড়ার বাসিন্দা এবং চার বছরেরও বেশি সময় ধরে সংগঠনে সক্রিয় রয়েছেন। তাকে সংগঠনে ওষুধ এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের উপকরণ সরবরাহের জন্য নিয়োগ করা হয়েছিল।
তিনি জানান,সমুদ্র ওই সংগঠনের মিলিশিয়া সদস্য হিসেবে কাজ করে আসছে। তাদের দুজনকেই আদালতে পেশ কর হয়েছে ।
এছাড়া মঙ্গলবার ওড়িশার মালকানগিরিতে জাতীয় তদন্তকাররী সংস্থা (এনআইএ) ওডিশা পুলিশের সহায়তায় ভয়ঙ্কর মাওবাদী রঞ্জু খিল্লো ওরফে চান্টিকে গ্রেপ্তার করেছে । স্বাভিমান অঞ্চলের বাসিন্দা বছর চল্লিশের ওই মাওবাদী নেতার উপর ৩ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল । মালকানগিরিতে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ওডিশা পুলিশের সহায়তায় ভয়ঙ্কর মাওবাদী রঞ্জু খিল্লো ওরফে চান্টিকে গ্রেপ্তার করেছে৷ স্বাভিমান আঁচল। 40 বছর বয়সী মাওবাদীর নগদ 3 লাখ টাকা পুরস্কার ছিল। মালকানগিরির এসপি নীতেশ ওয়াধওয়ানি বলেছেন, তাকে গ্রেপ্তারের পর এনআইএ আধিকারিকরা তাকে ভুবনেশ্বরে আদালতে হাজির করার জন্য নিয়ে গেছে । ওয়াধওয়ানি আরও বলেছেন যে ওই মাওবাদী নেতা ২০১২ সালের জুলাই মাসে চার বিএসএফ সদস্যকে হত্যার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চিত্রকোন্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল । তাকে ২০১৩ সালে গ্রেফতার করে জেলে পাঠানো হয় । ২০১৮ সালে চান্টি জামিনে মুক্তি পেলেও এরপর সে আর আদালতে হাজির হননি ।।