এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ ডিসেম্বর : আজ বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ ময়দানে সাংগঠনিক ও রাজনৈতিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির । সভায় আগত বহু মহিলার গলায় থাকা সোনার হার চুরি হয়ে গেছে বলে জানা গেছে । কেপমারের দল ভিড়ের মধ্যে মিশে গিয়ে একের পর এক মহিলার গলার সোনার চেইন খুলে নিয়ে পালায় । গহনা হারিয়ে কান্নায় ভেঙে পড়া মহিলাদের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, মমতা ব্যানার্জির সভা চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া হবে এটাই স্বাভাবিক ।
ভিডিওতে করিমপুরের বাসিন্দা এক মধ্যবয়স্ক মহিলা সভাস্থলে বসে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘হার না পেলে আমি আর বাড়ি যাব না ।’ অন্য একজন মধ্যবয়সী মহিলা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি গায়ে চাদর ঢাকা নিয়েছিলাম৷ তাসত্ত্বেও দেখি আমার হার নেই ।’ একজন প্রৌঢ়া বলেন,’আমি বাঁশের ব্যারিকেড ধরে দাঁড়িয়েছিলাম, সেই সময় আমার গলার হার ছিনিয়ে নিয়ে চলে গেছে ।’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত্বে এমনিতেই চোর জোচ্চোরদের ছড়াছড়ি, তারপরে ওনার সভা তো চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া, সেখানে সোনার হার চুরি হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। যেখানে চাকরি চোর থেকে রেশন চোর, কয়লা, গরু, বালি, পাথর পাচারকারীরা আসে অনুপ্রেরণার টানে, সেই সভায় গেলে মা বোন দিদিদের বলব সাবধানে থাকবেন ও সচেতন থাকবেন, যেখানে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যত চুরি হয়ে যাচ্ছে সেখানে সোনার হার চুরি তো সামান্য বিষয়।’।

