প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ এপ্রিল : গরম পড়তেই সর্বত্র শুরু হয়েছে অস্বাস্থকর বরফে দৈরি পানীয় বিক্রী।স্কুলে গিয়ে তেমনই বরফ ও অন্যান উপকরণ মিশ্রিত ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়লো একের পর এক ছাত্রছাত্রী। এমন ঘটনা জানাজানি হতেই শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ।অসুস্থ হয়ে পড়া শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ের ১৪ জন ছাত্রছাত্রীকে এদিন চিকিৎসার জন্য ভর্তি করা হয় মেমারির পাহারহাটী হাসপাতালে । স্কুলের গেটের বাইরে বিক্রি হওয়া বরফ মিশ্রিত ঠান্ডা পানীয় খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে বলে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা দাবী করেছেন। ছাত্রছাত্রীরা আপাতত বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।
সামন্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সেন জানিয়েছেন,এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ বিদ্যালয়ের প্রার্থনা লাইনে দাঁড়ায় ছাত্রছাত্রীরা । প্রার্থনা চলাকলীন লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন ছাত্রছাত্রী হঠাৎতই অসুস্থ হয়ে পরে। দ্রুত জল এনে তাঁদের চোখেমুখে জল ছিটিয়ে দিয়ে কি হয়েছে জানতে চাওয়া হয়ে। তখন তারা স্কুলের গেটের বাইরে বিক্রী হওয়া বরফ মিশ্রিত ঠান্ডা পাণীয় খাবার কথা জানায় এরপর কিন্তু ক্লাস শুরু হলে বিভিন্ন ক্লাসে থাকা পড়ুয়ারা অসুস্থতা অনুভব করতে থাকে । সময় গড়ানোর সাথে সাথে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাটাও বাড়তে থাকে। অসুস্থদের মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়ারাও থাকে ।এই অবস্থায় আর দেরী না করে স্থানীয় মানুষদের সহযোগিতা নিয়ে গাড়িতে চাপিয়ে দ্রুত অসুস্থ পড়ুয়াদের পাহারহাটী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছাত্রছাত্রীদের চিকিৎসার পর পাহাররহাটী হাসাপাতাল থেকে জানানো হয়,’ডিহাইড্রেশন’ ও ’মাস প্যানিক’ থেকে পড়ুয়ারা হয়েছে। তবে পড়ুয়ারা সবাই স্থিতিশীল আছে ।’।