এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ জুলাই : এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে । এবার অর্পিতার ফ্লাট থেকে উদ্ধার হওয়া তাঁর একটি ”ব্লাক ডায়েরি”কে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে দেশ জুড়ে । সর্বভারতীয় সংবাদমাধ্যম ওপি ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে,ওই ডাইরিতে এসএসসিতে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নাম লিপিবদ্ধ রয়েছে । কোথায় কত টাকা পাঠাতে হবে,মেধা তালিকাভুক্ত কাকে নিতে হবে তাও লিপিবদ্ধ রয়েছে ডাইরিটিতে । এমনকি পরীক্ষায় উত্তীর্ণ ও অনুতীর্ণদের মধ্যে কে কত টাকা দিয়েছে এবং কত বকেয়া আছে তাও লিপিবদ্ধ আছে । রয়েছে এজেন্টদের নাম । পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগ সম্পর্কে বিভিন্ন কোডওয়ার্ডে বিষয়গুলো লেখা হয়েছে । শিক্ষা দপ্তরের কার ভূমিকা কি ছিল এবং কাদের কী করতে হয়েছিল, এই সবই কোড আকারে লিপিবদ্ধ রয়েছে বলে খবর । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তির নথিও পেয়েছে ইডি । মন্ত্রীর নাম লেখা একটি খাম পাওয়া গেছে, যাতে রাখা ছিল ৫ লাখ টাকা । ইডি সূত্রের খবর,পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকা উদ্ধার হয়েছে । সেখানেও দুর্নীতি হয়েছে বলে অনুমান ইডির আধিকারিকদের । এছাড়া মন্ত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড ও বদলি সংক্রান্ত নথিও পাওয়া গেছে বলে সূত্রের খবর । ফলে শিক্ষিক নিয়োগ দূর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে ।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। বুধবার তাঁকে বেলা ১২ টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আগেই তাঁকে সিবিআই তলব করেছিল । কিন্তু সেবারে তিনি হাজিরা এড়িয়ে যান ।।