এইদিন ওয়েবডেস্ক,দিনাজপুর(বাংলাদেশ),২১ ডিসেম্বর : বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীর মাঠ থেকে উদ্ধার হল বহু প্রাচীন কষ্টি পাথরের দেব মূর্তি । প্রায় সাড়ে তিন ফুট দীর্ঘ মূর্তিটির ওজন ৩০১ কেজি । মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ মূর্তিটি উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ আমড়া গ্রামের মাঠ থেকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিজিবি । জানা গেছে,আমড়া সীমান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ার দক্ষিণ দিকে সরকারি প্রকল্পে খোঁড়াখুঁড়ির কাজ চলার সময় একটি উঁচু ঢিপির মাটির তলা থেকে উদ্ধার হয় ওই মুল্যবান মূর্তিটি ।
যদিও মূর্তিটির ঠিক কত হাজার বছরের প্রাচীন তা স্পষ্ট করে কিছু জানাতে পারেনি স্থানীয় প্রশাসন । তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি মূর্তিটির আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ টাকা । প্রসঙ্গত,প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দে অবিভক্ত বাংলার একাংশ মগধ সাম্রাজ্যের দখলে ছিল । মগধ সাম্রাজ্যের পতনের পর বাংলা দখল করেন হিন্দু রাজা শশাঙ্ক । ৫৯৩ থেকে ৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে ছিল তাঁর রাজত্বকাল । শশাঙ্কের মৃত্যুর পর প্রায় এক শতক ধরে অস্থির পরিস্থিতির মধ্যে কাটাতে হয় বাংলাকে । স্থানীয় ভূস্বামী ও রাজাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকতো এখানে । শেষে পাল রাজবংশের পত্তনের মধ্য দিয়ে নৈরাজ্যের অবসান ঘটে । ৭৫০ খ্রিষ্টাব্দে এই সাম্রাজ্যের পত্তন করেন পাল বংশের প্রথম সম্রাট গোপাল । পালদের পতনের পর সেন রাজবংশের উত্থান ঘটে ১০৭০ খ্রীস্টাব্দে । কিন্তু বখতিয়ার খিলজীর আক্রমণে ১২৩০ খ্রীস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয় ।
হিন্দু রাজবংশের বহু স্থাপত্যের ধ্বংসাবশেষ এখনো দেখতে পাওয়া যায় মুসলিম রাষ্ট্র বাংলাদেশে । সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় সেগুলি বিলুপ্ত হওয়ার মুখে । তবে এখনো মাটির তলায়,নদী বা জলাশয় থেকে উদ্ধার হয় ওই সমস্ত রাজাদের প্রতিষ্ঠিত দেবদেবীর মূর্তি । ফুলবাড়ীর মাঠের মাঝে ঢিপি থেকে উদ্ধার হওয়া ওই দেব মূর্তিটি কোনো এই হিন্দু সম্রাটের রাজত্বকালের বলে অনুমান করা হচ্ছে ।।