এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৬ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ইট্ট্যা গ্রামে বারোয়ারি ধর্মরাজ মন্দিরে চুরির ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পার্শ্ববর্তী ধারসোনা গ্রামের বাসিন্দা মনোজ শেখ (২০) নামে এক যুবক আজ সোমবার ভোরে মন্দিরর লুটপাট করে পালানোর সময় গ্রামবাসীরা তাকে পাকড়াও করার চেষ্টা করলে সে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও অভিযোগ পাওয়ার পর পুলিশ পরে তাকে আটক করেছে । স্থানীয় গ্রামবাসী কৌশিক গুপ্ত, প্রসেনজিৎ মল্লিকদের দাবি,’ধর্মরাজ বিগ্রহ ও শিবলিঙ্গের মিলে প্রায় ২০ ভরি রূপো ও বেশকিছু সোনার গহনা লুঠ করেছে ওই দুষ্কৃতী ।’
মঙ্গলকোটের ইট্ট্যা গ্রামে ইঁট দিয়ে তৈরি বারোয়ারি ধর্মরাজ মন্দিরটির দরজা ও গ্রিল আছে । কিন্তু ধর্মীয় রীতি মেনে দরজা লাগানো হয়না । কিন্তু গ্রীল লাগানো ছিল । সেই সুযোগে মনোজ শেখ মন্দিরে ঢুকে লুটপাট চালাতে শুরু করে । এদিকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কৈচর থেকে ভোরের ট্রেনটি ধরার জন্য বেড়িয়েছিলেন চাঁদু মণ্ডল ও ফুচু মণ্ডল নামে ইট্ট্যা গ্রামের দুই বাসিন্দা । চুরির বিষয়টি তাদের নজরে পড়লে তারা আশপাশের লোকজনদের ডাকাডাকি করে । তাদের চিৎকার শুনে মন্দিরের পাশের বাড়ির বাসিন্দা অশোক গড়াই,খাদুরানি দিঘেরা বেরিয়ে এসে মনোজ শেখ নামে ওই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করে । কিন্তু মনোজ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । যদিও খবর পেয়ে পুলিশ তাকে আটক করে ।
জানা গেছে,পাশাপাশি গ্রাম হওয়ার সুবাদে মনোজ শেখকে চেনে ইট্ট্যা গ্রামের বাসিন্দারা৷ স্থানীয়দের একাংশের দাবি অভিযুক্ত যুবক নেশাখোর । ইট্ট্যা গ্রামের মন্দিরে হানা দেওয়ার পাশাপাশি কুরুম্বা গ্রামের একটি মসজিদে হানা দিয়ে দান বাস্ক থেকে টাকাপয়সা চুরি করে পালিয়েছে সে । অভিযুক্তের পরিবার দাবি করেছে যে মনোজ মানসিক ভারসাম্যহীন। যদিও স্থানীয়রা জানিয়েছেন,সে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন নয় তবে কিছুটা সমস্যা আছে ।।