এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,০৫ মে : হিংসা রুখতে দেখা মাত্র গুলির (shoot at sight) নির্দেশ দিল মণিপুর সরকার । দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার উত্তর-পূর্বের এই রাজ্যের গভর্নর কর্তৃক ওই নির্দেশ জারি করা হয়েছে । নাগা এবং কুকি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ মেটেই (Meitei) সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার পদক্ষেপের প্রতিবাদে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ বের করার পরে বুধবার সংঘর্ষ শুরু হয় । চুরাচাঁদপুর জেলার তোরবুং এলাকায় মিছিল চলাকালীন একটি সশস্ত্র জনতা মেইতি সম্প্রদায়ের লোকেদের উপর হামলা করেছে বলে অভিযোগ । যার ফলে উপত্যকার জেলাগুলিতে পালটা হামলা হয়েছে । ক্রমশ হিংসা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে ।
পুলিশ জানিয়েছে, তোরবুং-এ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা অগ্নিসংযোগে অনেক দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগানো হয়েছে । অন্তত ৯,০০০ মানুষ বাস্তুচ্যুত হয় ।
প্রতিবেদন অনুযায়ী,মণিপুর জুড়ে উপজাতীয় এবং সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গা নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের পঞ্চাশটি ইউনিট মোতায়েন করতে হয়েছে । পরিস্থিতি আবারও উত্তপ্ত হলে সেনা মোতায়েনের জন্য প্রায় আরও ১৪ টি ইউনিটকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে । এছাড়া উত্তর-পূর্ব রাজ্যের হিংসা-বিধ্বস্ত এলাকায় মোতায়েন করার জন্য একটি বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এর দলও পাঠানো হয়েছে । বাহিনীটি আজ শুক্রবার সন্ধ্যায় ইম্ফল বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে ।
বৃহস্পতিবার সেনাবাহিনী এবং আসাম রাইফেলস চুরাচাঁদপুরের খুগা, টাম্পা, খোমাউজানব্বা এলাকায় পতাকা মিছিল করেছে । বৃহস্পতিবার মন্ত্রীপুখরি, ল্যামফেল, ইম্ফল উপত্যকার কোইরাঙ্গি এলাকা এবং কাকচিং জেলার সুগনুতেও পতাকা মার্চ করা হয়েছিল । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে কথা বলেছেন এবং রাজ্যের পরিস্থিতির পর্যালোচনা করেলে জানা গেছে ।।