এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,২০ অক্টোবর : মণিপুরের কোয়াকতা(Kwakta)বোমা বিস্ফোরণ মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মণিপুর পুলিশের সহায়তায় এনআইএ-র একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম মোহম্মদ ইসলাউদ্দিন খান । আসামের কাছাড় জেলার শিলচর শহর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । আজ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হলে সাত দিনের এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে ।
চলতি বছরের ২১ জুন মণিপুরের বিষ্ণুপুর জেলার তিদ্দিম রোডের পাশে ফুগাকচাও ইখাই আওয়াং লিকাই এবং কোয়াকতা এলাকায় একটি সেতুর উপর পার্ক করা একটি আইইডি-ভর্তি গাড়িতে একটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ইসলাউদ্দিন খানও এই বোমা বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড । এই বোমা বিস্ফোরণে তিনজন আহত হয় এবং আশেপাশের বাড়িসহ সেতু ক্ষতিগ্রস্ত হয়। এর আগে মোহম্মলদ নূর হোসেন নামে এক ব্যক্তিকে এসইউভিতে বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আসাম পুলিশের সহায়তায় গ্রেফতার করেছিল এনআইএ ।
মণিপুরের কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতার মাঝে ২১ জুন কোয়াকতা বোমা বিস্ফোরণ ঘটেছিল ।।