এইদিন ওয়েবডেস্ক,মাথাভাঙ্গা,১৭ এপ্রিল : মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে গান গেয়ে চরম বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন । একটি ভিডিও বার্তায় শিল্পি অভিযোগ করেছেন যে প্রতিদিন স্থানীয় থানার পুলিশ গিয়ে তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং হুমকি দিয়ে আসছে । পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি ।
একটি ভিডিও বার্তায় উত্তরবঙ্গের এই স্বনামধন্য শিল্পি বলেছেন,’আমি গত ১০ তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করি । সেই গানটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় । এখনো পর্যন্ত সেই গানটি প্রায় ছয় কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে । এখন সমস্যাটা হলো যে গত পরশুদিন থেকে, অর্থাৎ ১৩ এপ্রিল থেকে আমার বাড়িতে পুলিশের উৎপীড়ন শুরু হয় । পুলিশ আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে । তবে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না । পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় ? আমার বাড়ির লোক যখন জিজ্ঞেস করে, মনিন্দ্রকে কেন লাগবে বলুন ? তখন পুলিশ বলে যে মনিন্দ্র বর্মন গান আপলোড করেছে, সেই গানটা ডিলিট করতে হবে এবং মনিন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে । বাড়ির লোক জানতে চায়, উনি কি অন্যায় করেছে ? কি অভিযোগ আছে ? নোটিশ দিন । কিন্তু ওনারা এই কথার কোন সদুত্তর দিতে পারেনি । শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে তুলে নিয়ে যাবে বলে ধমকি দিচ্ছে । আমি নিশ্চিত যে আমার গানের মধ্যে কাউকে নির্দিষ্ট করে আঘাত দিইনি, বিশৃংখলার সৃষ্টি হতে পারে এমন কোন বিষয়বস্তু নেই ।
তিনি বলেন, আমি প্রচন্ডভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত । আমার ওপর পুলিশ কেন এমন অন্যায় অত্যাচার করছে ? আমার বাড়িতে প্রতিমুহূর্তে পুলিশ আসছে, এমন মনে হচ্ছে যেন আমি একটা বড় ক্রিমিনাল, আমি কোন বড় অন্যায় করে ফেলেছি । ওনারা যদি আমার বিরুদ্ধে এফআইআর করে থাকেন তাহলে আমাকে লিগ্যাল নোটিশ দিলেই তো হয় । ওনারা সেটাও করছেন না । বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন । একই কথা, “মণীন্দ্রকে লাগবে … গান ডিলিট করতে হবে” । আমার কথা হচ্ছে যে আমি গান ডিলিট করব কেন ? আমার গানে যদি কোন ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে লিগ্যাল নোটিশ দিন । ওনারা সেটাও করছেন না ।
এরপর তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন,কিছু নেতা, আমি তাদের নাম ধরে বলতে চাই না, তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে । নেতারা বাড়িতে এসে শাসাচ্ছে, ধমকি দিচ্ছে যে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে। বলছে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে । এছাড়া মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনিন্দ্রকে যেখানেই পাবেন সেখানে আটকে বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন৷
তিনি বলেছেন, এমত অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত । আমার বাবা একজন অসুস্থ ব্যক্তি৷ আমি খুব টেনসড হয়ে আছি । বাবার এমন শরীর খারাপ অবস্থায় আমি তার পাশে থাকতে পারছি না ।
মনিন্দ্র বর্মন তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স এবং শুভানুকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন, এই যে পুলিশে উৎপীড়ণ এবং নির্যাতনের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন । আমাকে সাহায্য করুন । আমাকে সৎ উপদেশ দিন । কেন আমার উপর এত অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে ?’
প্রসঙ্গত,মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্নীতির প্রতিবাদে “ও পিসি যা ইচ্ছা তাই করছ চুরি/ রাজ্যটা তোর বাপের নাকি?” গান গেয়েছিলেন উত্তরবঙ্গের রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন । তার সেই গানের ভিডিও ব্যাপক জনপ্রিয় হয় । গানটির ভাষা,ছন্দ, সুর ও গায়কী ভঙ্গি শ্রোতারা খুব পছন্দ করে । কিন্তু সেই গান ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ ও শাসকদলের হামলার ভয়ে ওই শিল্পি ঘরছাড়া বলে জানা গেছে । উত্তরবঙ্গের আইনজীবী উত্তম কুমার বর্মন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’রাজবংশী সমাজ পাশে আছে! মিথ্যা ভাবে হেনস্থা করলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।বাক স্বাধীনতার অধিকার প্রতিটা মানুষের আছে যা সংবিধান দেয়। পাশে আছি দাদা।’। এই সেই গান 👇