এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ ফেব্রুয়ারী : রাজ্যের ফের এক বিধায়কের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে ! এবারে মালদা জেলার মানিকচকের বিধায়ক সাবিত্রি মিত্রের গাড়িতে একটা অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে । যদিও তিনি অল্পের জন্য রক্ষা পেয়ে যান । জানা গেছে, শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটা অজ্ঞাত গাড়ি । বিধায়ক কোনওমতে পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থ হন। কিন্তু অজ্ঞাত গাড়িটি অনুসরণ করে ফের বিধায়কের গাড়ির সামনে থেকে ধাক্কা দেয় । এরপর কোনো রকমে বিধায়কের গাড়ির চালক হামলাকারী গাড়িটিকে এড়িয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন । কিন্তু কিছুক্ষণ পরেই ওই সন্দেহ জনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রি মিত্রের গাড়িকে ফলো করতে থাকে। পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন।
বিধায়িকা সাবিত্রী মিত্রের বক্তব্য শুনুন 👇
হামলাকারী গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশী চালাচ্ছে। সাবিত্রি মিত্র বলেন, মানিকচকে একটি খেলার অনুষ্ঠান ছিল। সেখানে থেকে ফিরছিলাম। ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচণ্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে। আমাদের ড্রাইভার কোনওরকমে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পেছনে চলে এসেছে। আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত।’ তিনি বললেন,’আমার ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওরা অনেক বেশি প্রশিক্ষিত ছিল। আমি আমার এলাকার দিকে চলে যাই। আমাদের আইসি ও এসপি সাহেব তৎপরতার সঙ্গে আমাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান । ওরা গাড়িটিকে খোঁজাখুঁজি করেছে। গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিশকে দিয়েছি। এরকম জীবনে কখনও হয়নি।’।